• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

ফুটবলকে বিদায় জানাতে ম্যাটস হামেলস

২০০৭ সালে পেশাদার ফুটবলে পা রাখেন হামেলস। প্রথমে বায়ার্ন মিউনিখের হয়ে খেললেও পরে চলে আসেন চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডে।

ফাইল চিত্র

গত এক বছর ধরে ফুটবল বিশ্ব নানান ফুটবল তারকার অবসরে যাওয়া দেখেছে। সেভাবেই এবার ফুটবলকে বিদায় জানাতে চলেছেন ২০১৪-র বিশ্বকাপ জয়ী জার্মানির ডিফেন্ডার ম্যাটস হামেলস। তিনি জানিয়েছেন যে মরশুম শেষ হলেই তিনি ফুটবলকে বিদায় জানাবেন।

২০০৭ সালে পেশাদার ফুটবলে পা রাখেন হামেলস। প্রথমে বায়ার্ন মিউনিখের হয়ে খেললেও পরে চলে আসেন চিরপ্রতিদ্বন্দ্বী বরুসিয়া ডর্টমুন্ডে। সেখানে দু’বার বুন্দেশলিগা ও একবার ডিএফবি পোকাল জেতেন। ২০১৬ সালে ফের যোগ দেন বায়ার্ন মিউনিখে। বর্তমানে তিনি খেলেন ইটালির ক্লাব এএস রোমাতে। চলতি বছরেই সেখানে তাঁর চুক্তি শেষ হচ্ছে। তারপরই ফুটবলকে বিদায় জানাবেন পাঁচবার বুন্দেশলিগা জয়ী তারকা।

দেশের হয়ে ৭৮টি ম্যাচে ৫টি গোল করেছেন। যদিও চোটও ভুগিয়েছে তাঁকে অনেকটাই তাঁর ফুটবল ক্যারিয়ারে।
হামেলস বলেন, ‘মনের মধ্যে একটা প্রচণ্ড লড়াই চলছে। এই কঠিন মুহূর্তটা সব ফুটবলারের জীবনেই আসে। ১৮ বছর ধরে ফুটবল থেকে অনেক কিছু পাওয়ার পর এবার বিদায় জানানোর পালা। সময়মতো ভালো কোচের অধীনে খেলেছি। ভালো সতীর্থদের সঙ্গে খেলেছি। তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ।’