• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

আর্জেন্তিনার নাগরিক হলেন মারাদোনা পুত্র

দিয়াগাে মারাদোনার ইতালিয়ান পুত্র দিয়াগাে জুনিয়র। তিনিও প্রাক্তন ফুটবলার। ইতালির বিভিন্ন ছােট ক্লাবে ফুটবল খেলেছেন ৩৪ বছরের এই ফুটবলার।

দিয়েগো মারাদোনা (File Photo IANS)

আর্জেন্তিনার নাগরিকত্ব পেয়ে গেলেন দিয়াগাে মারাদোনার ইতালিয়ান পুত্র দিয়াগাে জুনিয়র। তিনিও প্রাক্তন ফুটবলার। ইতালির বিভিন্ন ছােট ক্লাবে ফুটবল খেলেছেন ৩৪ বছরের এই ফুটবলার।

নাগরিকত্ব নেওয়ার পর জুনিয়র দিয়াগাে বলেন, আমি নেপলসেই জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছি। নিজেকে নেপলসের বাসিন্দা বললেও আমার সবসময়ই মনে হয়েছে আমি ইতালিয়ানদের থেকে আলাদা। আমার মনে হয় আমার অর্ধেকটা আর্জেন্তাইন। আমার বাবার জন্যই আর্জেন্তিনাকে ভালােবাসি। এই দেশের মানুষদের ভালােবাসি।