প্যারিসের নিলামে মারাদোনার হারিয়ে যাওয়া সোনার বল

প্যারিস— সবার মনে আছে ১৯৮৬ সালে বিশ্বকাপ ফুটবলের মারাদোনার সেই খেলা৷ ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে মারাদোনার গোল এবং আর্জেন্টিনার বিশ্বকাপ জয়৷ আর মারাদোনার সেই গোলকে ‘হ্যান্ড অফ গড’ বলা হয়ে থাকে৷ ওই বিশ্বকাপ ফুটবলে মারাদোনা ছিলেন সবার উর্ধ্বে৷ ফুটবলের রাজপুত্র দিয়াগো মারাদোনা ২০২০ সালে প্রয়াত হন৷ মেক্সিকো বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল পেয়েছিলেন মারাদোনা৷ সোনার বলটা হারিয়ে গিয়েছিল৷ শেষ পর্যন্ত চার বছর বাদে সেই বলের সন্ধান পাওয়া গেছে৷ কিছুদিনের মধ্যে এই সোনার বলটি প্যারিসে নিলাম করা হবে বলে জানা গিয়েছে৷

দিয়াগো মারাদোনা বলতেই বর্ণময় জীবন৷ কখন বা কোথায় তিনি কী করে বেড়াচ্ছেন তা কেউই আগাম বলতে পারতেন না৷ নানারকম বেহিসেবী জীবনযাপনেও বারবার আইনের জটিলতায় পড়তে হয়েছে তাঁকে৷ ফুটবলের রাজপুত্র হওয়ায় তাঁর বদগুণ থেকে সরে থাকেননি৷ ১৯৮৬ সালে সেরা ফুটবলার হিসেবে মারাদোনা যে সোনার বলটা পেয়েছিলেন, কিন্ত্ত কিছুদিন বাদে তা আর খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ তা কীভাবে হারিয়ে গেল, তা নিয়ে অনেক গুঞ্জন ও গন্ধ আছে৷ কেউ কেউ বলেন, মারাদোনা জুয়া খেলতে গিয়ে সোনার বলটি বিক্রি করে দিয়েছিলেন৷ আবার কেউ বলেন, মারাদোনার সেই সোনার বলটি নারোলস ব্যাঙ্কের লকারে রয়েছে৷ ওই ব্যাঙ্কে ১৯৮৯ সালে ডাকাতির সময় তা খোয়া যায়৷ তখন মারাদোনা খেলতেন ইতালির ক্লাব নেপোলিতে৷ আবার একথাই শোনা গিয়েছে যে, ওই বলটিকে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়েছে৷

সব গুঞ্জন শেষে মারাদোনার সেই সোনার বলটি অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে৷ ২০১৬ সাল থেকে এক ফুটবলপ্রেমীর হেফাজতে রয়েছে৷ নামি নিলাম সংস্থা এই বলটিকে খতিয়ে দেখেছেন৷ যে অবস্থায় ছিল বলটি, তাতে কোনও আাঁচড়ই পড়েনি৷ আগামী জুন মাসে এই বলটিকে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন৷ প্রাথমিক দাম রাখা হয়েছে দেড় লক্ষ ইউরো৷ ভারতীয় মুদ্রায় তার দাম হবে ১ কোটি ৩৫ লক্ষ টাকা৷ তবে নিলাম সংস্থা আশা করছে, মারাদোনার স্মৃতিবিজড়িত এই বলটা বিক্রি হবে তারও বেশি দামে৷ সব রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে বিশ্বাস৷