ভারতের দুই তরুণ শুটার মানু ভাকর ও সৌরভ চৌধুরী বেজিং আইএসএসএফ কিশ্বকাপে সােনা জিতলেন। দশ মিটার এয়ার পিস্তলে এই জুটি সােনা জিতে ভারতকে বেশ কিছুটা এগিয়ে রাখলেন। মিক্সড জুটিতে এই সাফল্য ভারতের কাছে অত্যন্ত গর্বের।
এখানে উল্লেখ করা যেতে পারে যে মানু ভাকর ও সৌরভ চৌধুরী চিনের জিয়াং রানসিং ও প্যাঙ্গওয়েতে এই জুটি ফাইনালে তাদেরকে উড়িয়ে দিয়ে জয় তুলে এনেছিল ১৬-৬ পয়েন্টে।
অবশ্য এবারে বিশ্বকাপে এই ইভেন্টে কিছু পরিবর্তন আনা হয়েছে। নিয়ম বদল হওয়ার জন্য ফাইনালে দুটি দলের মুখােমুখী হয়। ভারতীয় জুটি প্রথম ছয়টি সিরিজ জেতার জন্য পুরাে ইভেন্টটাতেই দারুণ দাপট দেখাতে পেরেছিলেন। মানু ভাকর ও সৌরভ চৌধুরী ফাইনালে পঞ্চম স্থানে গিয়ে মূল পর্বে খেলার ছাড়পত্র পেয়েছিলেন।
মানু ভাকর ইতিমধ্যেই জাতীয় স্তরে তার সাফল্যকে হাতিয়ার করে আন্তর্জাতিক স্তরে পদক জয়ে নজর কেড়েছেন। আশা করা যায় এই বয়সে তিনি যেভাবে শিরােনামে উঠে আসছেন আগামী দিনে তিনি অলিম্পিক গেমসে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করবেন তাই নয় পদক তুলে আনার জন্য বড় ভূমিকা নেবেন।
একইভাবে বলা যায় সৌরভ চৌধুরীর ক্ষেত্রেও। তিনিও জুনিয়র লেভেল থেকে ধারাবাহিকভাবে সাফল্য তুলে আনছেন। সেই ভাবনাতেই জুনিয়র বিশ্বকাপ শুটিংয়ে তার সাফল্যকে অতীতেই চোখে পড়েছে। এই মুহূর্তে ভারতীয় শুটিং নিয়ে যাদের নিয়ে নতুন ভাবনা চিন্তা করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম মুখ সৌরভ চৌধুরী। জাতীয় স্তরেও সৌরভ তার অবদানকে তুলে ধরেছেন এবং ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক স্তরেও পদক পেয়েছেন। মানু ভাকরের মতাে সৌরভ চৌধুরীও অলিম্পিকে অংশ নেওয়া এবং ওই গেমসে পদক জয়ের সম্ভাবনাকে উজ্জ্বল করবেন।