• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ভারতীয় ফুটবল দলের নতুন কোচ মানোলো মার্কুয়েস

নিজস্ব প্রতিনিধি: সারা ভারত ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা প্রথমে ঠিক করেছিলেন জাতীয় দলের ফুটবল কোচ হবেন কোনও ভারতীয়৷ প্রাক্তন কোচ ইগর স্টিম্যাককে সরিয়ে দেওয়ার পরে এই ভাবনাচিন্তা বড় করে দেখা দিয়েছিল৷ কিন্ত্ত আদপে তা হল না৷ সেই বিদেশি কোচের উপরেই ভরসা রেখে ফেডারেশনের কর্মকর্তারা তাতেই সিলমোহর দিলেন৷ শনিবার ভারতীয় দলের নতুন কোচ হলেন স্প্যানিশ মানোলো মার্কুয়েস৷ আনুষ্ঠানিকভাবে

নিজস্ব প্রতিনিধি: সারা ভারত ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা প্রথমে ঠিক করেছিলেন জাতীয় দলের ফুটবল কোচ হবেন কোনও ভারতীয়৷ প্রাক্তন কোচ ইগর স্টিম্যাককে সরিয়ে দেওয়ার পরে এই ভাবনাচিন্তা বড় করে দেখা দিয়েছিল৷ কিন্ত্ত আদপে তা হল না৷ সেই বিদেশি কোচের উপরেই ভরসা রেখে ফেডারেশনের কর্মকর্তারা তাতেই সিলমোহর দিলেন৷ শনিবার ভারতীয় দলের নতুন কোচ হলেন স্প্যানিশ মানোলো মার্কুয়েস৷ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণার পরে ফেডারেশনের পক্ষ থেকে বলা হয় তিনি ক্লাব ও দেশের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন৷ ভারত ও বিশ্বফুটবলের এই ধরনের ঘটনা নজিরবিহীন৷ হায়দরাবাদ এফসি দলের কোচ হিসেবে আইএসএল ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন কোচ মানোলো মার্কুয়েস৷ গত মরশুমে তিনি এফসি গোয়া দলের প্রশিক্ষক ছিলেন৷

গোয়াকে প্রশিক্ষণ দিয়ে আইএসএল ফুটবলে তৃতীয় স্থানে নিয়ে এসেছিলেন৷ এবারেও গোয়া দলের প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি৷ তবে এই মরশুমের পরেই গোয়ার সঙ্গে তাঁর চুক্তি শেষ হয়ে গেছে৷ অর্থাৎ তারপরেই তিনি জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছেন৷ তবে এখনই চুক্তিপত্রে কী কী শর্ত থাকবে, তা জানানো হয়নি৷ আশা করা যায়, অল্প কিছুদিনের মধ্যেই তার সিদ্ধান্ত হয়ে যাবে৷ এই মুহূর্তে তিনি ভারতে নেই৷ ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে বলেছেন আলোচনার ভিত্তিতেই মানোলো মার্কুয়েসকে কোচ হিসেবে মনোনীত করা হয়৷ আমরা তাঁকে স্বাগত জানাচ্ছি৷ শুধু তাই নয়, এফসি গোয়ার কাছেও আমরা কৃতজ্ঞ৷ তারা জাতীয় দলকে প্রশিক্ষণ দেবেন বলে কোচকে ছেড়ে দিয়েছেন৷

আগামী দিনে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই কোচ মানোলো মার্কুয়েস সবরকম চেষ্টা করবেন বলে বিশ্বাস৷ গোয়া এবং ভারতীয় দলের কোচিং একসঙ্গে করাতে মনে হয় না কোনওরকম অসুবিধে হবে৷ অবশ্যই সেটা ফেডারেশনের পক্ষ থেকে দেখে নেওয়া হবে৷ ভারতীয় দলের নতুন কোচের দায়িত্ব পাওয়ার পরে তিনি বলেছেন, এই খবর আমাকে সম্মানিত করেছে৷ ভারতীয় দলের কোচ হওয়া অবশ্যই বড় একটা প্রাপ্তি৷ আমার মনে হয়েছে এটাই আমার দ্বিতীয় বাড়ি৷ ভারতীয়দের সঙ্গে একটা আত্মিক যোগাযোগ তৈরি হয়ে গিয়েছে৷ প্রথমবার যখন ভারতের মাটিতে পা দিই, তখন সেই অনুভব করতে পেরেছি৷ ফুটবলের জন্য তাঁদের আবেগ ও ভালোবাসা কোনওভাবেই ভুলে থাকা যায় না৷ সেই কারণে লক্ষ লক্ষ ফুটবল প্রেমীদের খুশি করার জন্য আমাকে আরও ভালো কাজ করতে হবে৷