• facebook
  • twitter
Monday, 28 April, 2025

ধোনির অবসর নিয়ে মনোজ তেওয়ারি

মনোজ বলেছেন, 'আমার মনে হয়, ২০২৩ সালেই ধোনির অবসর নেওয়ার উপযুক্ত সময় ছিল। সেবার তিনি আইপিএল ট্রফি জেতেন। সেই সময়ই তাঁর অবসর নেওয়া উচিত ছিল।

ফাইল ছবি

২০২৩ সালে চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পরেই মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়া উচিত ছিল। এমনই কথা বললেন বাংলার প্রাক্তন অধিনায়ক এবং জাতীয় দলে ধোনির প্রাক্তন সতীর্থ মনোজ তিওয়ারি। তাঁর মতে, এবারের আইপিএল-এ সিএসকে সমর্থকদের শ্রদ্ধা হারাচ্ছেন ধোনি।

মনোজ বলেছেন, ‘আমার মনে হয়, ২০২৩ সালেই ধোনির অবসর নেওয়ার উপযুক্ত সময় ছিল। সেবার তিনি আইপিএল ট্রফি জেতেন। সেই সময়ই তাঁর অবসর নেওয়া উচিত ছিল। তিনি ক্রিকেট থেকে যে খ্যাতি, সুনাম ও শ্রদ্ধা অর্জন করে ছিলেন, তা গত দু’বছরে হারিয়ে ফেলেছেন। তিনি যেভাবে খেলছেন, তাতে ক্রিকেট ভক্তরা দারুন ভাবে হতাশ।

ধোনির ‘অনুরাগীরা তাঁকে এইভাবে খেলতে দেখতে চাইছেন না। ধোনি আর আগের মতো খেলতে পারছেন না। বছরের পর বছর ধরে তিনি অনুরাগীদের যে ভরসা দিয়ে এসেছেন, বিশেষ করে চেন্নাইয়ের অনুরাগীদের হৃদয়ে যে জায়গা করে নিয়েছেন, তা হারাচ্ছেন। চেন্নাই দল পর পর তিনটে ম্যাচে হারের লজ্জার পর যেভাবে সমর্থকরা রাস্তায় নেমে এসেছেন এবং তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন, তাতে এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ধোনির জাদু আর কোনও কাজে আসছে না।

এবারের আইপিএল ক্রিকেটে ধোনি এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে ৭৬ রান করেছেন। দলের প্রয়োজনের সময় তিনি রানের গতি বাড়াতে পারছেন না। তাঁর ব্যাটিং দেখে একবারও মনে হয়নি দলকে জেতানোর চেষ্টা করছেন। দিল্লির বিরুদ্ধে হারের পর সিএসকে সমর্থকরা ধোনির সমালোচনা মুখর হয়েছেন। আইপিএল-এর ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। এর আগে কোনওদিন ধোনির সমালোচনা শোনা যায় নি সিএসকে সমর্থকদের কাছ থেকে। তাই এবার তাঁরা আর ধোনির উপর ভরসা রাখতে পারছেন না। সত্যিই খারাপ লাগছে।