সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচ
লিভারপুল– সাত গোলের রুদ্ধশ্বাস ম্যাচে লিভারপুলকে হারিয়ে দিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড৷ ম্যাচে ম্যান ইউ-র পক্ষে ফল ৪-৩৷ ইংলিশ এফএ কাপের সেমিতে চলে গেল এরিক টেন হ্যাগের ছেলেরা৷ ওল্ড ট্রাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের ফলাফল ছিল ২-২৷ ম্যাচের ৮৭ মিনিটে গোল করে পিছিয়ে থাকা ম্যান ইউকে সমতা ফেরান অ্যান্টনি৷ এরপর ম্যাচের বাড়তি ৩০ মিনিটে বারবার ম্যাচের রং বদল ঘটেছে৷ ১০৫ মিনিটে গোল করে লিভারপুলকে ৩-২ গোলে এগিয়ে দেন হার্ভি এলিয়ট৷ সাত মিনিট পরেই গোল করে ম্যানইউকে ৩-৩ গোলে সমতায় ফেরান মার্কাস রাশফোর্ড৷ থ্রিলার ম্যাচের ফলাফল নির্ধারণ করেন ম্যান ইউর তারকা আমাদ দিয়ালো৷ একেবারে শেষ মুহূর্তে (১২১ মিনিটে) গোল করে (৪-৩) দলকে শেষ চারে নিয়ে যান তিনি৷ জয়ের উদযাপন করতে গিয়ে গায়ের জার্সি খুলে ফেলেন আইভরি কোস্টের এই তারকা৷ মাঠে জার্সি খোলার অপরাধে আমাদকে লালকার্ড দেখান রেফারি৷
এর আগে নির্ধারিত ৯০ মিনিটের খেলার ম্যাচের শুরুতে (১০ মিনিটে) গোল করে ম্যান ইউকে প্রথম লিড এনে দেন স্কট ম্যাকমিনয়৷ সেই লিড ৪৪ মিনিট পর্যন্ত ধরে রেখেছিল ম্যান ইউ৷ লিভারপুলের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করলে দলকে ১-১ সমতায় ফেরান৷ দলকে সমতায় ফেরানোর ৩ মিনিট পর আবারও গোল পায় লিভারপুল৷ প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+২) গোল করেন মহম্মদ সালাহ৷ ফলে ২-১ গোলে এগিয়ে যায় দ্য রেডরা৷ মরশুমে একটি ট্রফি জয়ের ব্যাপারে অনেকটা এগিয়ে গেল ম্যান ইউ৷ তারা ইংলিশ প্রিমিয়ার লিগে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকায় ছয়ে রয়েছে৷