শুক্রবার কলকাতার গ্রীষ্মকালীন ঘোড়দৌড়ে চিরাচরিত ৬টি বাজি। আগামী এপ্রিল মাসের ৪ তারিখে এ বছরের মতো (২০২৪-২৫) রেসিং সিজন শেষ হবে। আবার জুলাই, আগস্ট মাসে কলকাতার বর্ষাকালীন ঘোড়দৌড় শুরু হবে। মার্চ-এপ্রিল মাসে উথাকামন্ডলম রেস হতো, কিন্তু সরকার রেসকোর্সটি অধিগ্রহণ করে সেখানে ইকো পার্ক করবে। আজ মূল বাজি ‘সেটাফ্লেম কাপ’। তিন বছরের মাত্র ৬টি প্রতিযোগী অংশগ্রহণ করছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে ‘হুইলইউন্ড’ এবং ‘করটাডো’র মধ্যে।
মতামত
প্রথম বাজি— বিকেল ৩.০০টা, টেন্ডার হার্ট ১, মেড ইন হ্যাভেন ২, অ্যামেডিয়াস ৩
দ্বিতীয় বাজি— ৩.৩০ মি., লাহিনা ১, ইনটেন্স বিলিফ ২, জুবি ৩
তৃতীয় বাজি— ৪.০০টা, স্টার কনসেপ্ট ১, লাইট দ্য ওয়ার্ল্ড ২, কে-স্টার ৩
চতুর্থ বাজি— ৪.৩০ মি., হুইলউইন্ড ১, করটাডো ২, কেইটারো ৩
পঞ্চম বাজি— ৫.০০টা, সেনসেসানাল ১, কর্ণবীর ২, স্নোপিসার ৩
ষষ্ঠ বাজি— ৫.৩০ মি., টরটিলা চিফ ১, জামবেজি ২, অ্যানেটি ৩।
দিনের সেরা— হুইলউইন্ড