• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

মূল বাজি ইন্ডিয়ান টার্ফ ইনভিটেশন কাপ

রেসিংয়ে সমস্ত কিছুই সম্ভব। বিদেশ থেকে বেশকিছু জকি এসেছেন সওয়ার হওয়ার জন্য, ওদেরকে অনুসরণ করা উচিত।

প্রতীকী চিত্র

রবিবার চেন্নাই ঘোড়দৌড়ে মোট ৮টি বাজি। সারা ভারতবর্ষের রেস প্রেমীরা এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন। ইনভিটেশনে ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। ‘র্যা ঙ্কোলিনো’ ঘোড়াটি অতি সহজেই বেঙ্গালুরু ডার্বি এবং মুম্বই ডার্বিতে যেভাবে জিতে আসছে, ওকে হারানো মুশকিল। তবে রেসিংয়ে সমস্ত কিছুই সম্ভব। বিদেশ থেকে বেশকিছু জকি এসেছেন সওয়ার হওয়ার জন্য, ওদেরকে অনুসরণ করা উচিত।

মতামত
প্রথম বাজি— দুপুর ১টা ৩০ মি., বিয়ন্ড স্টারস ১, রয়্যাল নভিলিটি ২, গোল্ড ফেম ৩
দ্বিতীয় বাজি— ২.০০টা, এমফাটিক ১, ডিভাইন আর্ট ২, ম্যায়নে ম্যাজিক ৩
তৃতীয় বাজি— ২.৩০ মি., ভাইব্রেন্ট ব্লুজ ১, লেনা ২, সুইট রিডেমশান ৩
চতুর্থ বাজি— ৩.০০টা, এল গ্রেসো ১, সিজ কারেজিয়াস ২, প্রাণা ৩
পঞ্চম বাজি— ৩.৩০ মি., স্যান্টিসিমো ১, ওয়ানস ইউ গো ব্ল্যাক ২, আফ্রিকান গোল্ড ৩
ষষ্ঠ বাজি— ৪.০০টা, নেভার গিভ ইন ১, স্টার গ্লোরি ২, ডেডিকেট ৩
সপ্তম বজি— ৪.৪৫ মি., র্যা ঙ্কোলিনো ১, ডিউক অফ টাসকানি ২, ডিফ ৩
অষ্টম বাজি— ৫টা ৩০ মি., ফ্লাইট অন ১, ডিভাইন স্টার ২, এম্পারর বিক্রম ৩। দিনের সেরা— ফ্লাইট অন