বৃহস্পতিবার কলকাতার গ্রীষ্মকালীন ঘোড়দৌড়ে মোট ৬টি বাজি। প্রধান বাজি ‘দ্য বেঙ্গালুরু টার্ফ ক্লাব ট্রফি’। প্রথম শ্রেণির ৯টি প্রতিযোগী অংশগ্রহণ করছে। আমার মতে রেসটি ওপেন। তবে লড়াই হওয়া উচিত ‘সুপ্রিম গ্র্যান্ডউর’ এবং ‘কিংস রিট্রিট’-এর মধ্যে। গত ১৭১ নং রেসে ‘স্ট্রমি ওসেন’ ঘোড়াটি যেভাবে জিতেছিল ও একমাত্র আপসেট করতে পারে।
মতামত
প্রথম বজি— ৩.০০টা, সাবার ১, জিন লতিফ ২, হারমেস ৩
দ্বিতীয় বাজি— ৩.৩০ মি., মাদ্রাজ চেক ১, ট্রিলোনেয়ার ২, ক্যাসালাইকা ৩
তৃতীয় বাজি— ৪.০০টা, আবুসান ১, স্নোপিরসার ২, এয়ারোপলি ৩
চতুর্থ বাজি— ৪.৩০ মি., সুপ্রিম গ্র্যান্ডউর ১, কিংস রিট্রিট ২, স্ট্রমি ওসেন ৩
পঞ্চম বাজি— ৫.০০টা, স্যাম্পেন সুপারনোডা ১, আসাগিরি ২, বুস্টার শট ৩
ষষ্ঠ বাজি— আই স্মেল দ্য ডেঞ্জার ১, ড্যান্সিং ক্যুইন ২, জাস্ট ড্যাস ৩
দিনের সেরা— আবুসান