আটলান্টা— টানা ৫১টি ম্যাচে অশ্বমেধের ঘোড়া ছুটছিল লেভারকুসেনের৷ সেই স্বপ্নের দৌড় থমকে গেল আটলান্টার কাছে৷ ইউরোপা লিগের ফাইনালে আটালান্টা ৩-০ গোলেব হারিয়ে দিল লেভারকুসেন ক্লাবকে৷ ১৯৭৫ সালে ফাইনালে জুপ হেইঙ্কেস প্রথম ফুটবলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখিয়েছিলেন৷ তখন অবশ্য এই টুর্নামেন্টের নাম ছিল উয়েফা কাপ ফুটবল. ইউরোপা কাপের ফাইনালে প্রথম বার হ্যাটট্রিক করলেন লুকম্যান৷
কোচ জাভি আলোনসোন প্রশিক্ষণে লেভারকুসেন দল ৫১টি ম্যাচে অপরাজিত ছিল. এমন কী বন্দোসলিগা ফুটবলে চ্যাম্পিয়ন হয়৷ উইরোপা কাপ ফুটবলের ফাইনালে আটালান্টা দল চাপ সৃষ্টি করে খেলতে থাকে লেভারকুসেনের বিপক্ষে বার বার তারা রক্ষণ ভাবে আক্রমণ শানাতে থাকে৷ খেলার ১২ মিনিটে আটালান্টার হয়ে লুকম্যান দারুন গোল করে এগিয়ে দেন৷ পিছিয়ে থেকে লেভারকুসেনের ফুটবলাররা পাল্টা আগাত হানতে ব্যর্থ হন৷ ২৬ মিনিটের মাথায় আবার লুকম্যান গোল করে ব্যবধান (২-০) রাড়ান৷ খেলার প্রথমার্ধে আর গোল হয়নি৷
দ্বিতীয় পর্বের খেলা শুরু হতেই পরিকল্পিত আক্রমণে প্রতিপক্ষ লোভারকুসেন দলকে ব্যতিব্যস্ত করে তোলেন আটলান্টার ফুটবলাররা৷ বেশ কয়েকটি গোল করার মতোন সুযোগ তৈরি করলেও গোল পায়নি আটালান্টা৷ তার পায়ে সম্মিলিত আক্রমণ থেকে ৭৫ মিনিটে আবার গোল করে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান লুকম্যান৷ আটালান্টা ৩-০ গোলে এগিয়ে যায়৷ এই জয়ে আটালান্টা দল ৬১ বছর বাদে ইউরোপা লিগ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখান৷