ইংল্যান্ডগামী বিমানে ভারতীয় দলের সঙ্গে একসাথে উঠতে পারবেন লােকেশ রাহুল প্রশ্ন এখন এটাই। তবে রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আইপিএল চলাকালীন প্রচণ্ড পেটে ব্যথা নিয়ে প্রতিযােগিতা ছাড়তে হয়েছিল। তারপর অ্যাপেনডিক্সের অপারেশন করা হয়।
এবং এরপর আস্তে আস্তে সুস্থতার পথে এগিয়ে উঠেছেন। ইংল্যান্ডগামী বিমানে উঠছেন বিরাট কোহলিরা ২ জুন। আপাতত তারা। মুম্বইয়ের একটি হােটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন।
ভারতীয় ক্রিকেটাররা আপাতত কোয়ারেন্টাইনে থাকলেও, রাহুল এখন দলের সঙ্গে নেই। তাকে দলে রাখা হলেও, তার সুস্থতার পাশাপাশি তিনি কতটা ফিট সেদিকেও নজর রাখা হচ্ছে। আ করা হচ্ছে, এখন সময় রয়েছে রাহুলের হাতে।
তাই ততদিনে তিনি পুরােপুরি ফিট হয়ে ফিটনেস পরীক্ষায় পাস করে ইংল্যান্ডে উড়ে পারবেন। সূত্রের খবরানুযায়ী, রাহুল আগের থেকে অনেক ফিট গিয়েছেন। তিনি এখন অনেক সুস্থবােধ করছেন। তার আর কোনাে অসুবিধা নেই।
এবারে শুধু ফিটনেস পরীক্ষায় পাস করলেই তাঁর ইংল্যান্ডগামী বিমানে ওঠার ছাড়পত্রটাও পেয়ে যাবেন।