ইপিএলে শীর্ষে থাকা লিভারপুল অন্যদলগুলির থেকে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিল । ফুলহ্যামে কাছে হেরে চাপ বাড়ল দ্বিতীয় স্থানে থাকা চেলসির। হেরে গেল ম্যাঞ্চস্টার ইউনাইটেড, টটেনহ্যাম ও অ্যাস্টন ভিলাও। লিভারপুল ৩-১ গোলে জয় তুলে নিল লেস্টার সিটির সঙ্গে লড়াই করে।
ঘরের মাঠে জিতলেও লিভারপুলের শুরুটা ভাল হয়নি। অ্যানফিল্ডে ৬ মিনিটের মাথায় জর্ডান আইউর গোলে এগিয়ে যায় লেস্টার সিটি। ছন্দে থাকা লিভারপুল অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি। পিছিয়ে পড়ার পরও আগ্রাসী ফুটবল খেলে তিন পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। একই সঙ্গে অন্য দলগুলির সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। লিভারপুলকে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ পর্যন্ত। প্রথমার্ধের সংযুক্ত সময় লিভারপুলের হয়ে সমতা ফেরান কডি গ্যাকপো। ম্যাচের দ্বিতীয়ার্ধে আর সুবিধা করতে পারেনি লেস্টার সিটি। ৪৯ মিনিটে দল এগিয়ে দেন কার্টিস জোন্স। আর ৮২ মিনিটে দলের জয় নিশ্চিত করেন মহম্মদ সালাহ। এ দিন গোল করে একটি মাইলফলক স্পর্শ করলেন সালাহ। অষ্টম ফুটবলার হিসাবে ঘরের মাঠে ১০০ গোল করার নজির গড়লেন মিশরের স্ট্রাইকার। চলতি মরসুমে ২৫টি ম্যাচ খেলে ১৯টি গোল করে ফেললেন সালাহ।
অন্য ম্যাচে ফুলহ্যামের কাছে হার স্বীকার করল ১-২ গোলের ব্যবধানে চেলসি। ১৬ মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ইপিএলের ব্লু ব্রিগেড। ৮১ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারল না তারা। ৮২ মিনিটে ফুলহ্যামের হয়ে সমতা ফেরান হ্যারি উইলসন। এর পর সংযুক্ত সময়ের শেষ মুহূর্তে ফুলহ্যামের জয় নিশ্চিত করে রদ্রিগো মুনিজের গোল। এ দিন হারলেও ইপিএলের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান ধরে রাখতে পারল চেলসি। লিভারপুলের সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান আরও বৃদ্ধি পেল।
বৃহস্পতিবার হেরে গেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও। উলভসের কাছে ০-২ গোলে হারল ম্যান ইউ। ৪৭ মিনিটে লাল কার্ড দেখেন ব্রুনো ফার্নান্ডেজ। ১০ জন হয়ে যাওয়ার পর আর পেরে ওঠেনি ম্যান ইউ। ৫৮ মিনিটে ম্যাথিয়াস কুনহার গোলে এগিয়ে যায় উলভস। এর পর ম্যাচের সংযুক্ত সময়ের ৯ মিনিটে উলভসের পক্ষে দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন হোয়াং হি চান। অন্য দিকে, ১০ জনের অ্যাস্টন ভিলা ০-৩ ব্যবধানে হেরেছে নিউক্যাসল ইউনাইটেডের কাছে। ১০ জনের টটেনহ্যাম পরাস্ত হয় ০-১ গোলে নটম ফরেস্টের কাছে।