কোনও ক্রমে লিভারপুল ড্র করল আর্সেনালের বিরুদ্ধে

গোল করে দলকে বাঁচিয়ে উল্লাস করছেন লিভারপুলের মহম্মদ সালাহ্‌।

প্রিমিয়ার লিগের শীর্ষে যাওয়ার সুযোগ ছিল লিভারপুলের। কিন্তু ম্যাঞ্চেস্টার সিটিকে টপকে যেতে হলে লিভারপুলকে জিততে হতো আর্সেনালের বিরুদ্ধে। খেলাটি শেষ হল অমীমাংসিত ভাবে। খেলা দেখে মনে হয়েছে লিভারপুর কোনও ভাবেই জিততে পারবে না। সেখান থেকে এক পয়েন্ট লিভারপুল পাওয়াতে ভাগ্য ভালো বলেই মনে করা হয়েছে। আর সেই কারণেই লিগ টেবলে সবার উপরে জায়গা করে নেওয়া সম্ভব হল। শেষ মুহূর্তে লিভারপুর গোল করে খেলায় সমতা ফিরিয়ে আনে আর্সেনালের বিরুদ্ধে।

রবিবার ঘরের মাঠে শুরুতে এগিয়ে যায় আর্সেনাল। ৯ মিনিটের মাথায় গোল করেন বুকায়ো সাকা। বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি তারা। ১৮ মিনিটের মাথায় সমতা ফেরান লিভারপুলের অভিজ্ঞ ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইক। প্রথমার্ধ শেষ হওয়ার আগে লিভারপুলকে আবার ধাক্কা দেয় আর্সেনাল। এ বার গোল করেন মিকেল মেরিনো।

দ্বিতীয়ার্ধে গোল শোধ করার অনেক চেষ্টা করে লিভারপুল। কিন্তু কিছুতেই গোল পাচ্ছিল না। খেলা শেষ হওয়ার ঠিক আগে দলকে হার থেকে বাঁচান সালাহ্। খেলা ২-২ গোলে ড্র হয়। চলতি মরসুমে ১৩টি ম্যাচে আটটি গোল করেছেন সালাহ্। এখনও পর্যন্ত একটি ম্যাচও হারেনি ম্যাঞ্চেস্টার সিটি। নয় ম্যাচ পর তাদের পয়েন্ট ২৩। দ্বিতীয় স্থানে লিভারপুল ২২ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল। তাদের পয়েন্ট ১৮। লিভারপুল এদিন যে খেলা খেললো তাতে সমর্থকরা খুশি হওয়া তো দূর হতাশ হয়েছেন বেশি।