আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় ক্রিকেট দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ফলে ১৪ বছরের বর্ণময় আন্তর্জাতিক ক্রিকেট জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। যদিও তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেও ক্লাব পর্যায়ের ক্রিকেট থেকে এখনই অবসর নিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি ব্রিসবেনে সাংবাদিক সম্মেলন ডেকে এই অবসর ঘোষণার পর একটি বিবৃতিতে বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আজ আমার শেষ দিন। তবে আমি মনে করি, একজন ক্রিকেটার হিসেবে আমার এখনও কিছু দেওয়ার রয়েছে। তাই ক্লাব পর্যায়ের ক্রিকেটে আমি এখনও খেলব। রোহিত এবং অন্যান্য সতীর্থদের সঙ্গে আমি ভীষণ ভালো সময় কাটিয়েছি। একসঙ্গে অনেক স্মৃতিও তৈরি করেছি। বিসিসিআই, আমার সতীর্থ এবং সমস্ত কোচদের আমি ধন্যবাদ জানাতে চাই।’
প্রসঙ্গত টেস্ট ক্রিকেটে অশ্বিন ছিলেন ভারতীয় দলের একজন দক্ষ ক্রিকেটার। তুলনায় সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে তাঁর স্থান মজবুত ছিল না। সেজন্য সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দল থেকে দূরে থাকলেও টেস্ট ক্রিকেটে তিনি ছিলেন নিয়মিত খেলোয়াড়। কিন্তু সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজে অশ্বিন সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। অস্ট্রেলিয়া সিরিজে অ্যাডিলেডে কিছুটা কৃতিত্ব দেখালেও বাকি খেলাগুলিতে সেভাবে নিজের জায়গা তৈরি করতে পারেন নি।
এদিকে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝে আচমকা এই অবসরের ঘোষণায় হতবাক হয়েছেন ক্রিকেট প্রেমীরা। বিষয়টির মধ্যে অন্য কোনও রহস্যের অনুসন্ধান করছে ক্রিকেট মহল। কারণ, আজ বুধবার বৃষ্টির কারণে অস্ট্রেলিয়ার সঙ্গে তৃতীয় টেস্ট ড্র হয়ে যায়। সেই সময় বিরতির ফাঁকে বিরাট কোহলির সঙ্গে খুবই অন্তরঙ্গ আলোচনা শুরু করেন অশ্বিন। কোহলিকে সেসময় আলিঙ্গন করে অধিনায়ক রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠকে যোগ দেন। সেখানেই তিনি অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
উল্লেখ্য, রবিচন্দ্রন অশ্বিন ভারতের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচে ৫৩৭টি উইকেট নিয়েছেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি সর্বাধিক উইকেটের মালিক। তাঁর দীর্ঘ ১৪ বছরের কেরিয়ারে ভারতীয় দলে ২০১১ সালের বিশ্বকাপ জয়ী টিমের অন্যতম সৈনিক ছিলেন। তিনি ৩৭টি ম্যাচে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। ফলে ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলের পরেই তাঁর অবস্থান। তিনি ব্যাটিংয়ে নেমে মোট ৩৪৭৪ রান করেছেন। করেছেন ৬টি শতরান এবং ১৪টি অর্ধশতরান।