মাঠে খেলার সময় খেলোয়াড়দের সুরক্ষা প্রদান করতে হেলমেটের বিশেষ গুরুত্ব থাকে। সেই সুরক্ষাকে আরও জোরদার করতে এবার এগিয়ে এল এসবিআই লাইফ ইন্সুরেন্স’ । লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ‘লিড হেলমেট পার্টনার’ হিসেবে নিজেদের নাম ঘোষণা করল এসবিআই লাইফ ইন্সুরেন্স। জীবন বিমাকারীদের অন্যতম এসবিআই লাইফ ইনশিওরেন্স, আসন্ন আইপিএল মরসুমের জন্য এই যৌথ উদ্যোগের ঘোষণা করল। শুধু মাঠের ভেতরে নয় মাঠের বাইরেও তাঁদের পরিবারগুলোকে সুরক্ষিত রাখার কাজে অত্যাবশ্যক ভূমিকাকে চিহ্নিত করতে এগিয়ে এসেছে। ঠিক যেমন হেলমেট খেলোয়াড়দের মাঠের ভিতরের ঝুঁকির হাত থেকে বাঁচায়, তেমনি জীবন বিমা আর্থিক সুরক্ষা দেয়, যাতে ব্যক্তিরা মনপ্রাণ দিয়ে তাঁদের স্বপ্নকে ধাওয়া করতে পারেন। এই প্রসঙ্গে রবীন্দ্র শর্মা, চিফ অফ ব্র্যান্ড, কর্পোরেট কমিউনিকেশন অ্যান্ড সিএসআর, এসবিআই লাইফ, বললেন “লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে আমাদের সংযোগ গভীর আবেগের স্তরে সুরক্ষার প্রয়োজনক আলাদা করে চিহ্নিত করা। এতে জোর দেওয়া হয়েছে ‘ইরাদোঁ কি সুরক্ষা’” স্লোগানের উপর, যা একজন ব্যক্তির বাইরের কোলাহল বাদ দিয়ে নিজের স্বপ্নে মন দেওয়ার প্রয়োজনকে স্বীকৃতি দেয়।”
তিন বছর (২০২৩-২০২৬) ঘরোয়া ও আন্তর্জাতিক মরসুমে বিসিসিআইয়ের ‘অফিশিয়াল পার্টনার’ হয়ে থেকে এসবিআই লাইফ মজবুত পার্টনারশিপ তৈরি করে চলেছে। শুধুমাত্র ক্রিকেটের স্পিরিটই নয়, এই প্ল্যাটফর্মগুলোকে কাজে লাগিয়ে সারা দেশের লক্ষ লক্ষ ক্রিকেটভক্তের মধ্যে জীবন সুরক্ষিত করার ব্যাপারে সচেতনতা তৈরি করার কাজও করে যাচ্ছে।