নিজস্ব প্রতিনিধি- চেন্নাই সিটি এফসির কাছে হেরে গিয়েও আইলিগ ফুটবলের লিগ টেবিলের শীর্ষে রয়েছে মিনার্ভা পাঞ্জাব দল। আবার জয়ের পথে ঘুরে দাঁড়াতে বুধবার মুখোমুখি হচ্ছে শিলং লাজংযের সঙ্গে মিনার্ভা পাঞ্জাব দল।
শিলং দল গত ম্যাচে মোহনবাগানের কাছে পরাস্ত হয়। শিলং লাজংয়ের সাতটি ম্যাচ এখনো খেলতে হবে। এই মূহুর্তে তারা সতেরো পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
মিনার্ভা পাঞ্জাব প্রথম লিগে শিলং লাজংকে হারিয়ে দিয়েছিল উইলিয়াম ওপোকুর গোলে। তাই মিনার্ভার ফুটবলাররা দ্বিতীয় লেগের ম্যাচে শিলংলাজংকে হারাতে বদ্ধপরিকর।
মিনার্ভা এখনো পর্যন্ত সতেরোটি গোল করেছে। ভূটানের মেসি চেনচো ইতিমধ্যেই ছয়টি গোল করে সবার নজর কেড়ে নিয়েছেন। গত ম্যাচে তিনি পেনাল্টি মিস করেন। দলের কোচ আলিসন বলেন, দলের সবচেয়ে বড় হাতিয়ার এই চেনচোই।