• facebook
  • twitter
Tuesday, 5 November, 2024

অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতি ম্যাচ বাতিলে ক্ষুব্ধ কুম্বলে

লোকেশ রাহুল এবং ধ্রুব জুরেলকে ভারত এ দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। সূত্রের খবর, তাঁরা অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাঁদের।

অনিল কুম্বলে। ফাইল চিত্র

ভারতীয় ক্রিকেট দল ওয়াইট ওয়াশ হয়ে যায় ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে। সিরিজ হাতছাড়া হওয়ার পরে দলের অধিনায়ক রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং আরও কয়েকজন ক্রিকেটারকে সমালোচনার মুখে পড়তে হয়। অনেকেই বলতে শুরু করেন, যখন রোহিত ও বিরাটের ব্যাটে রান আসছে না, তখন তাঁদের বিশ্রাম দেওয়া উচিত। এটা মনে রাখতে হবে, নির্ভরযোগ্য ব্যায়সম্যানরা যদি রান না দিতে পারেন, তাহলে দলের অবস্থা শোচনীয় হবে, এটাই তো স্বাভাবিক। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের উপরে নির্ভর করা যায় না বড় রানের জন্য।

সামনেই রয়েছে অস্ট্রেলিয়া সফর। সেখানে পাঁচটি টেস্ট ম্যাচ খেলতে হবে। খেলতে যাওয়ার আগে ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে। এর বিরুদ্ধেও মুখ খুলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ অনিল কুম্বলে। আগামী ২২ নভেম্বর থেকে অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। ভারতীয় দলের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় ‘এ’ দলের সঙ্গে। অবশ্যই এই প্রস্তুতি ম্যাচের অত্যন্ত প্রয়োজন ছিল। প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়ে দলের অবস্থা এবং ভুলত্রুটিগুলি শুধরে নেওয়া যায়।

দেশের হয়ে টেস্টে ৬১৯টি উইকেট আছে কুম্বলের। ভারতের অধিনায়ক এবং কোচ ছিলেন তিনি। কুম্বলে বলেন, ‘আমি অবাক। অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টের আগে ভারত কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচ খেলা সম্পূর্ণ আলাদা। একটা অনুশীলন ম্যাচ খেলা সবচেয়ে ভাল সিদ্ধান্ত ছিল। নেটে অনুশীলন করা আর মাঠে নেমে বোলারদের সামলানো এক নয়।’

লোকেশ রাহুল এবং ধ্রুব জুরেলকে ভারত এ দলের সঙ্গে জুড়ে দেওয়া হবে। সূত্রের খবর, তাঁরা অস্ট্রেলিয়া চলে গিয়েছেন। মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেবেন তাঁরা। দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাঁদের। মূল দলের সঙ্গে যোগ দেওয়ার আগে রাহুলদের প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ থাকছে। কিন্তু তাঁরা নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম একাদশে ছিলেন না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম একাদশে লোকেশ রাহুলকে দলে রাখা হবে কিনা, তা জোর করে বলা যাচ্ছে না। পার্থে প্রথম টেস্ট ম্যাচের পরের ম্যাচগুলি হবে যথাক্রমে অ্যাডিলেড, ব্রিসবেন, মেলবোর্ন এবং সিডনিতে।