রোহিতের চোখে ইংল্যান্ড সিরিজে সেরা ক্রিকেটার কুলদীপ যাদব

মুম্বই— ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতের অনেক ক্রিকেটারই তাঁদের পারফরম্যান্স আকাশ ছোঁয়া করেছে৷ তালিকায় কতজনের নাম আসতে পারে! এক এক করে ক্রিকেটারদের নাম তুলে আনা যাক৷ রবিচন্দ্রন অশ্বিন, জয়প্রীত বুমরা, শুভমান গিল, যশ্বসী জয়সওয়ালরা তো আছেনই৷ এঁদের সঙ্গে সরফরাজ খান, ধ্রুব জুরেল দেবদূত পাডি়কালের নাম আসবে৷ কিন্ত্ত এঁদের সম্পর্কে ভারত অধিনায়ক রোহিত শর্মা ভাল কথা বললেও তাঁর চোখে অন্য এক ক্রিকেটার সেরা হিসেবে ধরা পডে়ছে৷ তিনি হলেন কুলদীপ যাদব৷ ভারতের হয়ে পাঁচ টেস্টের মধ্যে তিনি খেলেছেন চারটিতে৷ আর প্রথম একাদশে এসেই চমক দেখিয়েছেন কুলদীপ৷ প্রথম টেস্টে অক্ষর প্যাটেলের জন্য তাঁর জায়গা হয়নি৷ কিন্ত্ত বল হাতে অক্ষর তেমন কিছু করতে না পারায় দ্বিতীয় টেস্টে অক্ষরকে বসিয়ে দলে নিয়ে আসা হয় কুলদীপকে৷

তারপর তাঁকে বাইরে পাঠাতে কেউ সাহস করেনি৷ টিম ম্যানেজমেন্ট খুশি কুলদীপের পারফরম্যান্সে৷ রোহিত তাই বলছিলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা ৪-১ ম্যাচে সিরিজ জিতলাম৷ সবাই ভাল খেলেছে৷ বিশেষ করে কয়েকজনের নাম তো বলতেই হবে৷ ওরা ভাল না খেললে আমরা সহজে সিরিজ জিততে পারতাম না৷ যশ্বসী সাতশোর উপর রান করে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে৷ নতুন বল হাতে নিয় বুমরার কথা কী করে ভুলব৷ যশ্বসী ও বুমরা আমাদের সিরিজে সমতা ফিরিয়ে আনতে বড় ভুমিকা নিয়েছিল৷ বিশাখা পত্তনমে ওদের জন্যই আমরা টেস্ট জিতি৷ তারপর ইংল্যান্ড আর কিছু করতে পারেনি৷ অশ্বিন, গিলরাও ভাল খেলেছে৷ অভিষেকে এসে কয়েকজন তো দাপিয়ে খেলল৷

তবে আমি কুলদীপের কথা বলব৷ অলরাউন্ড পারফরম্যান্স করে কুলদীপ দলকে জিতিয়ে দিয়েছে৷ বল হাতে ১৯টি উইকেট পেয়েছে৷ উইকেট যখন পড়ছে না তখন ওর হাতে বল তুলে দিতেই সাফল্য এনে দিয়েছে৷ ক্রলি, ডকেটরা যখন ম্যাচ ধরে নিয়েছিল, তখন কুলদীপ এসে ওদের ফিরিয়ে দিয়েছে৷ সত্যি বলতে কি ইংল্যান্ড ওর বোলিং ধরতে পারছিল না৷ তাই আমাদের কাজটা সহজ হয়ে গিয়েছিল৷ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও কুলদীপ নজর কেডে়ছে৷ ওর সঙ্গে ধ্রুব জুরেলের পার্টনারশিপের কথা মনে পডে়৷ সেদিন ওই পার্টনারশিপ না এলে টেস্ট ম্যাচ জিততে পারতাম না৷ ইদানীং নেটে ব্যাটিংয়ে অনেকটা সময় দিচ্ছে কুলদীপ৷ ধরমশালাতেও দারুন বল করল৷ তাই আমার কাছে সিরিজে সব থেকে নজর কাড়া ক্রিকেটারের নাম বলতে বললে আমি কুলদীপের নাম বলব৷ ক্রিকেট টিম গেমের খেলা৷ আগেই বলেছি, সকলে মিলে পারফর্ম করতে না পারলে ম্যাট জেতা যায় না৷ কিন্ত্ত এদের মধ্যে কুলদীপ আলাদা করে চোখে পডে়ছে৷ তাই ওকে সেরা বলতে অসুবিধা নেই৷