• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

ডুরান্ড কাপে একই গ্রুপে কলকাতার দুই প্রধান

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের মতো একই গ্রুপে ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান৷ ১৩৩ বছরের ঐতিহ্যশালী ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে৷ ফাইনাল খেলা হবে ৩১ আগস্ট৷ তবে, এই গ্রুপের ডার্বি ম্যাচ হবে ১৮ আগস্ট৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ‘এ’ গ্রুপে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, ডাউনটাউন হিরোজ৷ মোট ছ’টি

ম্যাচের একটি দৃশ্য। (Photo: IANS)

নিজস্ব প্রতিনিধি: কলকাতা ফুটবল লিগের মতো একই গ্রুপে ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতায় কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগান৷ ১৩৩ বছরের ঐতিহ্যশালী ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা আগামী ২৭ জুলাই থেকে শুরু হচ্ছে৷ ফাইনাল খেলা হবে ৩১ আগস্ট৷ তবে, এই গ্রুপের ডার্বি ম্যাচ হবে ১৮ আগস্ট৷ ইস্টবেঙ্গল ও মোহনবাগানের ‘এ’ গ্রুপে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্স, ডাউনটাউন হিরোজ৷ মোট ছ’টি গ্রুপে ২৪টি দলকে ভাগ করা হয়েছে৷ গ্রুপ ‘বি’তে রয়েছে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি, ইন্ডিয়ান নেভি ও মহমেডান স্পোর্টিং ক্লাব৷ গ্রুপ ‘সি’তে খেলবে কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি ও সিআইএসএফ প্রোটেক্টস এফটি৷ এই তিন গ্রুপের সব খেলা কলকাতায় অনুষ্ঠিত হবে৷ গ্রুপ ‘ডি’র খেলা হবে জামশেদপুরে৷ খেলবে চেন্নাইয়ান এফসি, ইন্ডিয়ান আর্মি এফটি, জামশেদপুর এফসি ও বাংলাদেশ আর্মি৷ গ্রুপ ‘ই’র খেলাগুলি অসমের কোকরাঝারে হবে৷ খেলবে ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, বোড়োল্যান্ড এফসি এবং বিএসএফ৷ গ্রুপ ‘এফ’-এর খেলাগুলি শিলংয়ে অনুষ্ঠিত হবে৷ সেখানে খেলবে এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি ও ত্রিভুবন আর্মি এফসি৷