নিজস্ব প্রতিনিধি— ইডেন উদ্যানে আগামী শনিবার আইপিএল ক্রিকেটের মর্যাদাপূর্ণ লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স৷ লিগ টেবলে এখন কলকাতা শীর্ষস্থানে রয়েছে৷ আর মুম্বই দল রয়েছে নবম স্থানে৷ স্বাভাবিকভাবেই খেলার পরিসংখ্যান দেখে মনে হবে, দুর্বল মুম্বই দলের সঙ্গে কলকাতা খুব সহজেই ম্যাচ বের করে আনবে৷ কিন্ত্ত এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, রোহিত শর্মা ও হার্দিক পাণ্ডিয়ারা ঘরের মাঠে কলকাতাকে হারাতে মানসিকভাবে তৈরি৷ আসলে মুম্বই দল এই ম্যাচটা যদি জিততে পারে, তাহলে কিছুটা ভদ্রস্থ জায়গায় যেতে পারবে বলে মনে করছে সবাই৷ আবার কলকাতা যদি মুম্বইকে হারিয়ে দিতে পারে, তাহলে প্লে-অফ ম্যাচ খেলার সার্টিফিকেটটা এদিনই তুলে নিতে পারবে৷ সেই কারণেই দুই দল দুই মনোভাবে মাঠে নামবে৷ ইতিমধ্যে শ্রেয়স আইয়াররা যেমন কলকাতায় পৌঁছে গিয়েছেন, আবার হার্দিক পাণ্ডিয়ারা কলকাতায় পা রেখেছেন৷ বৃহস্পতিবার দুই দলের অনুশীলন করার কথা ছিল৷ কিন্ত্ত দুপুরবেলা থেকেই প্রচণ্ড বৃষ্টি হওয়ায় সেই অনুশীলন ভণ্ডুল হয়ে যায়৷ এমনকি, কলকাতার বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টিও হয়েছে৷ বিকেল পাঁচটায় অনুশীলন করতে নামবে দুই দলই৷ তাই বৃষ্টির কারণে তাদের জানিয়ে দেওয়া হয় কোনও ভাবেই অনুশীলন করা সম্ভব হবে না৷
আগেই বলা হয়েছে, আইপিএল ক্রিকেটে এবারে চ্যাম্পিয়ন হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স৷ যদি সেই লক্ষ্যে পৌঁছতে পারে কলকাতা, তাহলে মেন্টর গৌতম গম্ভীরের কাছে একটা নজির হয়ে থাকবে৷ আইপিএল ক্রিকেটে কলকাতা দলকে নেতৃত্ব দিয়ে গৌতম গম্ভীর চ্যাম্পিয়ন হয়েছিলেন৷ আর এবারে মেন্টর হিসেবে কলকাতা দলকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান৷ হার্দিক পাণ্ডিয়ার নেতৃত্বে মুম্বই দল এবারের টুর্নামেন্টে কোনওভাবেই নিজেদের প্রমাণ করতে পারেনি৷ আসলে দলের মধ্যে কোথাও একটা ব্যবধান তৈরি হয়েছে৷ ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে চেষ্টা করেছেন, পুরো ফর্মে থাকা রোহিত শর্মাকে সরিয়ে দিয়ে যখন মুম্বই দলের অধিনায়কের ব্যাটনটা হার্দিক পাণ্ডিয়ার হাতে তুলে দেওয়া হয়, তখন থেকেই এই ব্যবধানটা তৈরি হয়েছিল৷ এটা কতখানি সত্যি, তা বিচার না করলেও, তার মধ্যে কিছুটা যে সত্য লুকিয়ে আছে, তা নিয়ে কোনও ভাবনার অবকাশ নেই৷
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক রোহিত শর্মা মুম্বই দলের হয়ে খেলতে আসছেন কলকাতায়৷ তাই ক্রিকেটপ্রেমী শহরের দর্শকরা রোহিতের খেলা দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন৷ আবার কেকেআর দলের মালিক অভিনেতা শাহরুখ খানকে ইডেন উদ্যানে দেখতে চাইছেন৷ রিঙ্কু সিং কিছুটা হতাশ৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর জায়গা হয়নি৷ আবার তিনি নিজেও ভালো খেলতে পারছেন না৷ এবারে তাঁর ব্যাট থেকে সেই অর্থে কোনও বড় রানই আসছে না৷ অন্যদিকে কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ারও সেইভাবে নজর কাড়তে পারছেন না৷ তবুও দুই ওপেনার ফিল সল্ট ও সুনীল নারাইন যেভাবে খেলছেন, তাতে দলের অন্য খেলোয়াড়দের ঈর্ষা হতেই পারে৷ এই দুই ওপেনার কলকাতাকে জেতানোর পিছনে বড় ভূমিকা নিচ্ছেন৷ যদি প্লে-অফ ম্যাচে কলকাতা খেলে, তখন কিন্ত্ত ওপেনার ফিল সল্টকে পাওয়া যাবে না৷ সেকথা চিন্তা করে মেন্টর গৌতম গম্ভীর নিশ্চয়ই গুটি সাজাবেন৷
এদিকে আবহাওয়া অফিস থেকে জানা গিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদু্যৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ কখনও কখনও প্রবল বৃষ্টিও হতে পারে৷ প্রবল বৃষ্টি হলে ইডেন উদ্যানে কলকাতা ও মুম্বইয়ের ম্যচ ভেস্তে যেতে পারে৷ সেক্ষেত্রে দুই দলই একটি করে পয়েন্ট পাবে৷