আইপিএল ক্রিকেটের প্রথম ম্যাচেই কলকাতার ইডেন উদ্যানে গত বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্স হার স্বীকার করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে। প্রথম ম্যাচে হারের কারণে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংয়ের মতো ব্যাটসম্যানরা রান পাননি। সেই অর্থে পুরোপুরি ব্যর্থ তাঁরা। এমনকি প্রতিপক্ষ বেঙ্গালুরু দলের বোলারদের সেইভাবে মোকাবিলা করতে পারেননি কলকাতা দলের খেলোয়াড়রা। আবার বেঙ্গালুরু দলের ভরসা বিরাট কোহলি একাই খেলার চরিত্র বদলে দিয়েছেন। তাঁর পাশে ফিল সল্ট দুরন্ত ব্যাটিং করেন। কিন্তু নেটে আন্দ্রে রাসেল ও রিঙ্কু সিংদের দারুণ ফর্মে দেখা গিয়েছে। মাঠে খেলতে নেমে তাঁদের কাছে যে আশা করা গিয়েছিল, তা প্রকাশ পায়নি।
কলকাতা মাত্র ১৭৪ রানে ইনিংস শেষ করে। তাই এবারে বুধবার কলকাতা দলকে মুখোমুখি হতে হচ্ছে গুয়াহাটির মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। কলকাতার বোলিং কোচ ভরত অরুণ বলেন, রিঙ্কু ও আন্দ্রে রাসেল ভালো ফর্মে ছিলেন, কিন্তু প্রথম ম্যাচে তাঁরা আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। আশা করা যায়, রাজস্থানের বিরুদ্ধে তাঁরা জ্বলে উঠবেন। আবার আন্দ্রে রাসেল বলেছেন, অনেক সময় যে ভাবনা নিয়ে মাঠে নামতে হয়, সেই ভাবনার সার্থক রূপ পায় না। তাই বলে কোনও খেলোয়াড়কে বিশেষভাবে দোষারোপ করে লাভ নেই।
প্রথম ম্যাচে হার স্বীকার করলেও ভরত অরুণ দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। যে ভুলত্রুটিগুলি হয়েছে, তা শুধরে নেওয়া হবে এবং রাজস্থানের বিরুদ্ধে সেরা খেলা উপহার দেওয়ার জন্য তৈরি রয়েছেন। প্রথম ম্যাচে জিতলে সবারই ভালো লাগে। কিন্তু হারের পরে একটা শিক্ষা নিতে হয়। কোথায় ভুল হচ্ছে, সে বিষয়ে সমীক্ষা নিতে হয়। মনে করা যেতে পারে, সেই ভুলগুলো আর দ্বিতীয় ম্যাচে থাকবে না, যাতে অজিঙ্কা রাহানে ব্রিগেড ভালো ফর্মে খেলতে পারে সেটাই দেখার বিষয়। রাজস্থান দল বেশ শক্তিশালী। তাই তাঁদের বিরুদ্ধে লড়াইটা খুব সহজ হবে না।
কেকেআর দলে অনুশীলনের সময় দেখা গেল তরুণ তুর্কী অঙ্ককৃষ রঘুবংশী ফুটবল খেলায় বেশ কিছুক্ষণ ব্যস্ত ছিলেন। তিনি বলেন, এই ম্যাচে আমাদের ঘুরে দাঁড়াতেই হবে। বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানারা এখনও চ্যাম্পয়ন্স ট্রফির রেশ কাটিয়ে উঠতে পারেননি। হর্ষিত বলেন, মানসিকভাবে দল বেশ ঝরঝরেই রয়েছে। তাই প্রথম অ্যাওয়ে ম্যাচে আমরা জয় দেখতেই পারি। রাজস্থান দল প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে মুখ থুবড়ে পড়েছিল। রাজস্থান দলের বোলারদের যেভাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা মেরেছেন, তাতে স্পষ্ট হয়ে উঠেছে কেকেআর দলের খুব একটা সমস্যা হবে না তাঁদের বিরুদ্ধে খেলতে নেমে। রাজস্থান দলের অধিনায়ক রিয়ান পরাগ বলেছেন, প্রথম ম্যাচের হারটা অবশ্যই আমাদের কাছে বেদনাদায়ক। কিন্তু হার স্বীকার করতে হয়েছে বলে দ্বিতীয় ম্যাচে আমরা ঘুরে দাঁড়াতে পারব না, এমন কোনও কথা নেই। আমাদের বোলাররা নিশ্চয়ই কলকাতা দলের বিরুদ্ধে ভালো বল করবেন। আমরা ড্রেসিংরুমে আলোচনা করে দেখেছি, সবাই চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য অপেক্ষায় রয়্ছে।