• facebook
  • twitter
Friday, 22 November, 2024

কোহলিকে টপকে গেলেন বাবর

করাচি— আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম৷ টি-টোয়েন্টি ম্যাচে ৫০-এর বেশি অর্ধশত রান করে ফেলেছেন তিনি৷ সংক্ষিপ্ত ফরম্যাটে এই ক্রিকেটে ৩৯ বার ৫০-এর উর্ধ্বে রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের এই খেলোয়াড়৷ আয়ারল্যান্ডের বিপক্ষে বাবর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়ার কৃতিত্ব দেখিয়েছেন৷ এই ম্যাচে তিনি ৪২টি বল খেলে

করাচি— আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরাট কোহলিকে ছাপিয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটার বাবর আজম৷ টি-টোয়েন্টি ম্যাচে ৫০-এর বেশি অর্ধশত রান করে ফেলেছেন তিনি৷ সংক্ষিপ্ত ফরম্যাটে এই ক্রিকেটে ৩৯ বার ৫০-এর উর্ধ্বে রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের এই খেলোয়াড়৷ আয়ারল্যান্ডের বিপক্ষে বাবর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে এই রেকর্ড গড়ার কৃতিত্ব দেখিয়েছেন৷ এই ম্যাচে তিনি ৪২টি বল খেলে ৭৫ রানের একটা দারুণ ইনিংস দর্শকদের উপহার দেন৷ আর এতেই টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে ফেললেন বাবর আজম৷ আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজ শুরু হওয়ার আগে এই রেকর্ডটা গড়েছিলেন ভারতের বিরাট কোহলি৷ সিরিজের প্রথম ম্যাচে অর্ধশতরান করে কোহলির রেকর্ড প্রথমে স্পর্শ করেন৷ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজম আবারও অর্ধ শতরান করার কৃতিত্ব দেখিয়ে বিরাট কোহলিকে টপকে যান৷

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের ৩৬টি অর্ধশতরান রয়েছে৷ অবশ্য এর মধ্যে তিনটি শতরানও তাঁর ব্যাট থেকে এসেছে৷ অপরদিকে বিরাট কোহলি ৩৭টি অর্ধ শতরান করেছেন৷ এর মধ্যে একটি শতরানও রয়েছে৷ সেই হিসেবেই বিরাট কোহলি ৩৮টি অর্ধশতরানের ইনিংস আছে৷ সেই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা৷ তাঁর ব্যাট থেকে ৩৪টি অর্ধশতরান এসেছে৷