স্টিভ স্মিথকে ভারতীয় ফ্যানদের বিদ্রপ, ক্ষমা চাইলেন কোহলি

রবিবার বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে ভারতীয় ফ্যানরা অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথকে বিদ্রুপ করায় ভারত অধিনায়ক বিরাট কোহলি স্টিভ স্মিথের কাছে ক্ষমা চাইলেন।

ম্যাচ চলাকালীন স্টিভ স্মিথকে দর্শকদের বিদ্রুপ করার প্রসঙ্গে কোহলি একটি বিবৃতি দিয়েছে। এমনকি ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে স্টিভের সমর্থনে মুখ খােলেন কোহলি।

তিনি বলেছেন, অস্ট্রেলিয়ার অধিনায়ক এমন কিছু করেননি যারজন্যে তাঁকে বিদ্রুপ করা যায় বা টিটকারি দেওয়া যায়। ভারতীয় ফ্যানদের এই অসভ্য আচরণের জন্য তিনি নিজে স্টিভ স্মিথের কাছে ক্ষমা চেয়ে নেন।


কোহলি সাফ বলেছেন, তিনি চান না ভারতীয় ফ্যানরা বিশ্বের সামনে কোনও লজ্জাজনক উদাহরণ তৈরি করুক। অস্ট্রেলিয়া দলের বল বিকৃতির প্রসঙ্গ উল্লেখ না করেও কোহলি বলেছেন, যা হওয়ার তা হয়ে গিয়েছে। ওরা আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এসেছে। যেহেতু ইংল্যান্ডে অসংখ্য ভারতীয় ফ্যান রয়েছেন তাই যে কোনও অন্যায় করেনি তাঁকে বিদ্রুপ করা মেনে নিতে পারছি না।

কোহলি বলেছেন, আমার খুব খারাপ লাগছে যদি আমি নিজে ওইরকম কিছু করে বিশ্রী পরিস্থিতিতে পড়তাম তাহলে ক্ষমা চেয়ে নিতাম এবং মেনে নিতাম। কিন্তু ফিরে এসেও আমাকে বিদ্রুপের সম্মুখীন হতে হয় তবে সেটা কোনওভাবেই মানবে না। স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার দুজনেই সাসপেন্ড থেকে ফিরে আসার পর ব্যাটে ভাল রান পাচ্ছেন। রবিবার তাদের যত দ্রুত রান তােলা উচিত ছিল সেটা তারা করতে পারেনি।