লারার মুখে কোহলি ও রোহিত

বিরাট কোহলি (Photo:IANS).

এশিয়া কাপের দলে কি থাকবেন বিরাট কোহলি? এটাই এখন সব থেকে বড় প্রশ্ন ক্রিকেটপ্রেমীদের। দীর্ঘ দিন চেনা ভারতের ছন্দে প্রাক্তন অধিনায়ক।

ব্রায়ান লারা অবশ্য কোহলির পাশেই দাঁড়াচ্ছেন। তিনি প্রশংসা করেছেন রোহিত শর্মারও।

টি-টোয়েন্টি ক্রিকেটে কোহলির সাম্প্রতিক স্ট্রাইক রেট ভাল নয়। বরং অনেক তরুণ ব্যাটার রয়েছেন বেশ ভাল ছন্দে।


ওয়েস্ট ইন্ডিজের পর জিম্বাবোয়ে সফরেও বিশ্রাম নিয়েছেন তিনি। তবু ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক আস্থা রাখছেন কোহলির উপর।

লারা বলেছেন, ‘খেলোয়াড় হিসাবে কোহলিকে আমি শ্রদ্ধা করি আমরা ওকে আগামী দিনে আরও ভাল ব্যাটার হিসাবে পাব। আমি নিশ্চিত এখন কোহলি ছন্দে ফেরার পদ্ধতির মধ্যে রয়েছে।

নতুন অনেক কিছু শিখতে পারে। ওকে কখনই হিসাবের বাইরে রাখা যায় না। ‘ভারত-ওয়েস্ট ইন্ডিজ’ সিরিজের সব ম্যাচই দেখেছেন লারা।

এক দিনের সিরিজের সময় ভারতের সাজঘরেও এসেছিলেন। রোহিতের নেতৃত্ব নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার।