অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতীয় দল জঘন্যভাবে হেরে যাওয়ায় আইসিসি ক্রম তালিকায় ভারতের ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মাকে অনেকটাই পিছিয়ে যেতে হল। একমাত্র বোলার যশপ্রীত বুমরা কিছুটা মুখরক্ষা করেছেন ভারতের। তিনি নিজের জায়গাকে অক্ষত রেখেছেন। বুধবার ব্যাটসম্যানদের ক্রম তালিকা প্রকাশ হতেই দেখা গেল বিরাট কোহলি ছয় ধাপ নেমে পড়েছেন। ১৪ থেকে কোহলি ২০তে নেমে এসেছেন। পার্থে শত রান করলেও অ্যাডিলেডে বিরাট কোহলি সেই অর্থে ব্যর্থ। তিনি দুই ইনিংসে মোট ১৮ রান করেন। ফলে তাঁর র্যা ঙ্কিংয়ে স্থান একেবারে বদলে যায়। পার্থে রোহিত শর্মা খেলেননি। অবশ্য দ্বিতীয় টেস্ট ম্যাচেও অধিনায়কের ভূমিকায় ভারতের হয়ে মাঠে নামেন। তিনিও হতাশ করেছেন। তাঁর ক্রমতালিকায় জায়গা ছিল ২৬-এ। বর্তমানে তিনি আরও পাঁচ ধাপ পিছিয়ে গেছেন। অর্থাৎ তাঁর স্থান হয়েছে ৩১ নম্বরে। রোহিত শর্মা অ্যাডিলেডে দুই ইনিংস মিলিয়ে ২৬ রান করেন। ভারতের এই দুই তারকা ব্যাটসম্যানের ব্যর্থতায় দ্বিতীয় টেস্টে হার নেমে আসে।
ব্যাটসম্যানদের ক্রমতালিকায় এখন শীর্ষস্থানে উঠে এসেছেন হ্যারি ব্রুক। ক্রিকেট জীবনে এই প্রথম শীর্ষ স্থান পেলেন তিনি। সতীর্থ জো রুটকে টপকেছেন ব্রুক। রুট এখনও দ্বিতীয় স্থানে। তিন নম্বরে নিউ জ়িল্যান্ডের কেন উইলিয়ামসন। চার নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন ভারতের যশস্বী জয়সওয়াল। পার্থে প্রথম টেস্টে যশস্বীর ব্যাট থেকে শতরান এসেছে। কিন্তু দ্বিতীয় টেস্টে অ্যাডিলেডে সেইভাবে তিনি নজর কাড়তে পারেননি। যার ফলে ক্রমতালিকায় তাঁর জায়গার কোনও পরিবর্তন হয়নি। পাঁচে শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। প্রথম একাদশে ভারতের আর এক জন ব্যাটসম্যান রয়েছেন। তিন ধাপ নামলেও নয় নম্বরে রয়েছেন উইকেটরক্ষক ঋষভ পন্থ। তাঁর ব্যাট থেকে শতরান না এলেও দুটো টেস্টেই সম্মানজনক রান দিয়েছেন ভারতীয় স্কোরবোর্ডে।
বোলিংয়ে ভারতের মুখরক্ষা করেছেন যশপ্রীত বুমরা। বুমরা প্রথম টেস্টে পার্থের মাঠে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এবং তাঁর দুলন্ত বোলিংয়ে ভারতের জয়ও এসেছিল। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষে রয়েছেন বুমরা।
অ্যাডিলেডে ৪ উইকেট নিয়ে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি। চার নম্বর থেকে পাঁচ নম্বরে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিন। ছয় নম্বরে রয়েছেন আর এক স্পিনার রবীন্দ্র জাডেজা। আইসিসির টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষ স্থান পেয়েছেন রবীন্দ্র জাদেজা। তৃতীয় স্থানে রয়েছেন অশ্বিন। নবম স্থানে রয়েছেন ভারতের আর এক স্পিনার-অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাই এককথায় বলা যায় ব্যাটসম্যান থেকে ভারতের বোলাররা বেশ কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছেন আইসিসি ক্রমতালিকায়।