কলকাতা নাইটরাইডার্স দলের কর্ণধার বলিউড তারকা শাহরুখ খান। বৃহস্পতিবার ইডেন উদ্যানে কেকেআর দারুণ জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। ইতিমধ্যেই কেকেআর দল চারটি ম্যাচ খেলে ফেলেছে। তার মধ্যে দু’টি জয় ও দু’টিতে হার। হায়দরাবদের বিরুদ্ধে এই জয়ে দারুণ খুশি কেকেআরের কর্ণধার। শাহরুখ খান বলতেই মজাদার চরিত্র। তাই খুশির বার্তা দিলেন বলিউড তারকা অধিনায়ক অজিঙ্কা রাহানেকে। সেই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তীকে। স্পিনের জাদুতে যেভাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা ধরাশায়ী হয়েছেন, তা অত্যন্ত সুখকর। তাই এই জয় বারবার ফিরিয়ে আনতে হবে। নারাইনকে বলেছেন, এই জাদু আগামী দিনেও ধরে রাখতে হবে। শুধু প্রশংসা নয়, দলের ব্যাপরে সবার সঙ্গে কথা বলেছেন। যাতে খেলোয়াড়রা মানসিক দিক দিয়ে কোনওভাবেই আঘাত না পান এবং খোলা মনে মাঠে নিজেদের প্রকাশ করতে পারেন।
বেঙ্কটেশ আইয়ার বলেছেন, আমাদের মালিক অর্থাৎ বস যে বার্তা দিয়েছেন, তাতে আমরা অনুপ্রাণিত। আমাকে মেসেজ পাঠিয়ে তা পড়তে বলেছেন। তিনি মজা করে লিখেছেন, ম্যাচের আগেই পুরো দলে আলাপচারিতা ক্যামেরার সামনে আনা উচিত। তার কারণ হল, আমরা চ্যাম্পিয়নশিপের মতো খেলেছি। আবার কেকেআরের ব্যাটসম্যান অঙ্গকৃশ রঘুবংশী হায়দরাবাদের বিরুদ্ধে অর্ধ শতরান করেছেন। তাতে শাহরুখ লিখেছেন, অঙ্গকৃশ তুমি দারুণ খেলেছো। আবার অধিনায়ক অজিঙ্কা রাহানেকে বলেছেন, তোমার দলকে পরিচালনা করাটা সত্যিই মনে রাখার মতো। রিঙ্কুকে বলেন, তুমি একজন চ্যাম্পিয়ন, এ কথাটা তোমাকে মনে রাখতে হবে। তুমি রান পেয়েছ, এটা ভালো লাগছে।
অন্যদিকে সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী যেভাবে বল করে দলের জয়কে নিশ্চিত করে দিয়েছে, তার জন্য অবশ্যই অভিনন্দন। হর্ষিত রানা অসাধারণ একটি তালুবন্দি করেছে। আবার ভালো বলও করেছে। বৈভব তুমি ধীরে ধীরে তারকা হয়ে উঠছ। তুমি পরিকল্পনামাফিক খেলা খেলছ। আগামী দিনে এই খেলা উপহার দিতে হবে। এমন কথা বললেন শাহরুখ খান। শাহরুখ শুধ নিজের দলের খেলোয়াড়দের প্রশংসা করেছেন, তাই নয়। সানরাইজার্স হায়দরাবাদ দলের অনুকূল রায়কেও প্রশংসায় ভরে বার্তা দিয়েছেন। তিনি লেখেন, অনুকূল তোমার খেলা দেখে আমি খুশি হয়েছি। দারুণ একটা ক্যাচ নিয়েছো। এর থেকে তুমি নিশ্চয়ই শিক্ষা পেয়েছ। শাহরুখের এই বার্তা কেকেআর দলের সবাই আরও বেশি অনুপ্রাণিত হয়েছেন। সকলের অভিমত আগামী ম্যাচে আরও আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামবে কেকেআর।