• facebook
  • twitter
Monday, 25 November, 2024

নিলামে প্রাক্তন অধিনায়ক নীতিশের দিকে ফিরেও তাকাল না কেকেআর

দর যখন ২.৪০ কোটিতে ওঠে, তখন লড়াইয়ে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। তারা এই ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাতে শুরু করে।

নীতিশ রানা। ফাইল চিত্র

ইতিপূর্বে, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। কিন্তু, সম্প্রতি কেকেআর ম্য়ানেজমেন্ট তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। নীতিশের হয়ে দর হাঁকতে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তারপর এই মিডল অর্ডার ব্যাটসম্যানের জন্য আসরে নামে রাজস্থান রয়্যালস।

আইপিএল মেগা অকশন শুরু হতেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। রবিবার থেকেই জল্পনা চলছিল, কলকাতা নাইট রাইডার্সে নীতিশ রানার ঘর ওয়াপসি হবে কি না। অনেকে আশা করেছিলেন, হয়ত বা হতেও পারে। কিন্তু, সোমবার নাইট টেবিল থেকে নীতিশের জন্য একবারও বিড পর্যন্ত করা হল না।

ইতিপূর্বে, শ্রেয়স আইয়ারের অনুপস্থিতিতে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়েছিলেন নীতিশ রানা। কিন্তু, সম্প্রতি কেকেআর ম্য়ানেজমেন্ট তাঁকে রিলিজ করার সিদ্ধান্ত নেয়। নীতিশের হয়ে দর হাঁকতে শুরু করেছিল চেন্নাই সুপার কিংস। তারপর এই মিডল অর্ডার ব্যাটারের জন্য আসরে নামে রাজস্থান রয়্যালস।

দর যখন ২.৪০ কোটিতে ওঠে, তখন লড়াইয়ে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। তারা এই ভারতীয় ক্রিকেটারকে দলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আগ্রহ দেখাতে শুরু করে। ইতিমধ্যে ৩ কোটির পর হাত তুলে নেয় চেন্নাই। অবশেষে ৪.২০ কোটি টাকায় নীতিশ রানাকে দলে নিল রাজস্থান রয়্যালস।

ইতিমধ্যে আটজন ক্রিকেটারকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাঁরা হলেন ভেঙ্কটেশ আইয়ার, অনরিক নোর্খিয়া, কুইন্টন ডি কক, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানউল্লাহ গুরবাজ, বৈভব অরোরা, রোভম্যান পাওয়েল এবং মায়াঙ্ক মার্কণ্ডে।