• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

নতুন রেকর্ডের খোঁজে ইডেনে কেকেআর

নিজস্ব প্রতিনিধি— ইতিমধ্যেই আইপিএল ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা৷ মুম্বই ইন্ডিয়ান্সের নজিরকে স্পর্শ করে ফেলেছে কলকাতা দল৷ তাই ওই নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে আগামী শনিবার ইডেন উদ্যানে কেকেআর খেলতে নামবে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে৷ চলতি আইপিএল ক্রিকেটে ৬টি ম্যাচে ২০০-র বেশি রান করেছে কলকাতা দল৷ এতদিন একটি মরশুমে

নিজস্ব প্রতিনিধি— ইতিমধ্যেই আইপিএল ক্রিকেটে দাপট দেখিয়ে চলেছে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্সের ব্যাটসম্যানরা৷ মুম্বই ইন্ডিয়ান্সের নজিরকে স্পর্শ করে ফেলেছে কলকাতা দল৷ তাই ওই নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে আগামী শনিবার ইডেন উদ্যানে কেকেআর খেলতে নামবে হার্দিক পাণ্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স দলের বিরুদ্ধে৷ চলতি আইপিএল ক্রিকেটে ৬টি ম্যাচে ২০০-র বেশি রান করেছে কলকাতা দল৷ এতদিন একটি মরশুমে সবচেয়ে বেশি ২০০ রান করার কৃতিত্ব ছিল মুম্বই ইন্ডিয়ান্সের৷ আর এই কীর্তি করেছিল মুম্বই দল ২০২৩ সালে৷ এই রেকর্ডকে স্পর্শ করে ফেলল লখনউকে হারিয়ে কলকাতা নাইটরাইডার্স দল৷ কেকেআরের সামনে এবারে নতুন নজির গড়ার সুযোগ এসে গেল৷ মুম্বইয়ের বিরুদ্ধে যদি ২০০-র বেশি রান ইডেন করতে পারে, তাহলে কলকাতা ওই রেকর্ড গড়ে ফেলবে৷ এই মুহূর্তে কলকাতার তিনটি ম্যাচ বাকি আছে৷ প্লে-অফে খেলার জন্য কলকাতা দলকে অবশ্যই দুটো ম্যাচ জিততে হবে৷ তাহলেই তারা প্লে-অফ খেলা পাকা করে ফেলবে৷ ঘরের মাঠে মুম্বইয়ের বিরুদ্ধে তাদের নজির ভেঙে রেকর্ড গড়তে পারে শ্রেয়স আইয়াররা, তাহলে এটা বড় প্রাপ্তি হবে বলে মনে করা যেতেই পারে৷ এবারের আইপিএল ক্রিকেটে প্রথম ম্যাচেই কলকাতা ২০৮ রান করেছিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে৷ তারপরে দিল্লি ক্যাপিটালসের সঙ্গে খেলায় ২৭২ রান করে কেকেআর৷ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে করেছে ২২৩ রান৷ রয়্যাল চ্যালে.ঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেমে কেকেআরের রান সংখ্যা ছিল ২২২৷ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ইডেন উদ্যানে কলকাতা দল করেছিল ২৬১৷ আর ২৩৫ রান করেছে কলকাতা দল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে৷ তবে বড় অঙ্কের রান তুলেও কলকাতাকে হারতে হয়েছিল রাজস্থান ও পাঞ্জাবের বিরুদ্ধে৷ আর ২০০-র বেশি রান করে জয় পেয়েছে চারটি ম্যাচে৷