• facebook
  • twitter
Sunday, 8 September, 2024

ডোমজুড়ে রাজ্য ক্যারম প্রতিযোগিতা

ডোমজুড় মর্নিং স্টার ক্লাবে হয়ে গেল রাজ্য ক্যারম প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় ১৬৫ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন৷ ১২টি ব্যক্তিগত বিভাগ ছাড়া দু’টি ডাবলস ও দু’টি দলগত বিভাগের প্রতিযোগিতা শুরু হয়৷ দলগতভাবে পুরুষ বিভাগে চ্যাম্পিয়নস হয় হুগলি জেলা৷ রানার্স আপ হয় এলআইসি৷ মহিলাদের দলগত বিভাগে হুগলি জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন শিলিগুড়ি৷ মহিলাদের ডাবলসে হুগলিকে হারিয়ে সেরা হয়েছে শিলিগুড়ি৷

ডোমজুড় মর্নিং স্টার ক্লাবে হয়ে গেল রাজ্য ক্যারম প্রতিযোগিতা৷ এই প্রতিযোগিতায় ১৬৫ জন খেলোয়াড় অংশ নিয়েছিলেন৷ ১২টি ব্যক্তিগত বিভাগ ছাড়া দু’টি ডাবলস ও দু’টি দলগত বিভাগের প্রতিযোগিতা শুরু হয়৷ দলগতভাবে পুরুষ বিভাগে চ্যাম্পিয়নস হয় হুগলি জেলা৷ রানার্স আপ হয় এলআইসি৷ মহিলাদের দলগত বিভাগে হুগলি জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন শিলিগুড়ি৷ মহিলাদের ডাবলসে হুগলিকে হারিয়ে সেরা হয়েছে শিলিগুড়ি৷ বয়সভিত্তিক ১২টি ব্যক্তিগত বিভাগে দু’টিতে চ্যাম্পিয়ন হয় শিলিগুড়ির পৃথ্বী সাহা৷ এছাড়াও দ্বিমুকুট পেয়েছে শিলিগুড়ির পাপিয়া বিশ্বাস ও মাম্পি কোদালিয়া৷ ব্যক্তিগত বিভাগে তিনটিতে সেরা হয় আহেলি কংসবনিক, ঐশ্রী মজুমদার এবং স্বর্ণালী সানা৷ দু’টি ব্যক্তিগত বিভাগে সেরা হয় হাওড়ার আদিত্য পাল ও প্রিয়াংশু মণ্ডল৷ একটি করে ব্যক্তিগত বিভাগে সেরা হয়েছে প্দীপকুমার আগ্রহরী, সুপর্ণা চন্দ ও গৌতম মিত্র৷

হাওড়া জেলার ক্যারম সংস্থার সভাপতি মদন মোহন মুখার্জিকে সংবর্ধনা দেওয়া হয়৷