সারা ভারত ক্রিকেট সংস্থার কর্মকর্তা থেকে নির্বাচকরা গরোয়া ক্রিকেটকে জোর দেওয়ার স্লোগান তুললেও, আদপে তা হচ্ছে না। মুখেই শুধু বলা। এমন ঘটনা ঘটেছে বিদর্ভের ক্রিকেটার করুণ নায়ারের প্রতি। বিজয় হাজারে ট্রফিতে এত ভালো খেলে ভারতীয় দলের হয়ে ইংল্যান্ড সিরিজে ও চ্যাম্পিয়ন্স ট্রিফতে ডাক পেলেন না তিনি। তাহলে ঘরো ক্রিকেটে কোনও মূল্য নেই? মুখে যতই বলুন বোর্ড কর্মকর্তারা, আসলে ফাঁকা আওয়াজ। এমনকি অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে এসে কোচ গৌতম গম্ভীর একই কথা বলেছেন। তাই অনেক ক্রিকেটার ভেবেছিলেন, ঘরোয়া ক্রিকেটে দাপট দেখাতে পারলে জাতীয় দলে ডাক পাওয়া যেতে পারে। তাই এখনও তারকা পুজো বন্ধ করা গেল না।
বিজয় হাজারে ট্রফিতে করুণ নায়ারের পারফরম্যান্স দেখলে অবাক হয়ে যেতে হয়। সাত ইনিংস মিলিয়ে করুণ নায়ারের ব্যাট থেকে এসেছে ৭৫২ রান। একবার শুধু আউট হন। করুণ নায়ার করেন ১১২ (অপরাজিত), ৪৪, ১৬৩ (অপরাজিত), ১১১ ও ১১২ (অপরাজিত), ১২২ (অপরাজিত) ও ৮৮ (অপরাজিত)। করুণ নায়ারের হাত ধরে বিজয় হাজারে ট্রফিতে ফাইনালে খেলার ছাড়পত্র পায় বিদর্ভ দল। বিজয় হাজারে ট্রফিতে নজির গড়েছেন ব্যাটে করুণ নায়ার। করুণ নায়ারের প্রশংসায় মুখর হয়ে ওঠেন শচীন তেণ্ডুলকর। তিনি বলেন, কঠোর পরিশ্রম ও নিখুঁত ফোকাস থাকলে একমাত্র সম্ভব এমন জায়গায় পৌঁছনো।
আবার প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং বলেন, এক একজনের জন্যে এক একরকম নিয়ম থাকা উচিত নয়। নায়ার যখন দারুণ ফর্মে রয়েছেন, তখন অবশ্যই জতীয় দলে ডাকা উচিত। তাহলে কি ওঁর শরীরে ট্যাটু নেই। জমকালো পোশাক পরে না বলে দলে নেওয়া হল না?
এদিকে নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের অভিমত, নায়ারকে বাদ দেওয়া বেশ কঠিন ব্যাপার ছিল। দারুণ ফর্মে রয়েছেন। ওঁর সঙ্গে কথা বলেছি। এই মুহূর্তে কাকে বাদ দিয়ে নায়ারকে জায়গা করে দেব। ১৫ জনের দলে সবাইকে জায়গা দেওয়া সম্ভব নয়। আগামী দিনে কোনও ক্রিকেটার যদি ফর্ম হারায় বা চোট পান, তখন নিশ্চয়ই করুণ নায়ারের কথা ভাবা হবে। তাহলে দ্বিধায় থাকতে হবে করুণ নায়ারের জায়গা পাওয়া নিয়ে জাতীয় দলে। বলতে হয়, যশস্বী জয়সওয়াল ভালো ফর্মে রয়েছেন। কিন্তু তিনি একদিনের ম্যাচে খেলেননি। ঘরোয়া ক্রিকেটে ৫০ ওভারের একদিনের ম্যাচ শেষ খেলেছিলেন ২০২২ সালে। আবার শ্রেয়স আইয়ার ও লোকেশ রাহুল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে মাঠে আসেন। ওই দুই ক্রিকেটার অফ ফর্মে থাকলে বিকল্প অলরাউন্ডারকেই খোঁজা হবে। তাহলে করুণ নায়ারের ব্যাপারে কোনও কিছু ভাবা হবে না। অনেকেই বলছেন, ইংল্যান্ড সিরিজে করুণ নায়ারকে নেওয়াই যেতে পারত। করুণ নায়ার ভারতীয় দলে ডাক না পাওয়ার মধ্যে দিয়ে বোর্ড কর্মকর্তারা প্রমাণ করে দিলেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স শেষ কথা নয়। এর পিছনে অন্য খেলা চলে।