কপিলের বিশ্বাস

কপিল দেব (Photo: IANS)

‘আমার তো মনে হয় না হার্দিক পান্ডিয়া যদি বিশ্বকাপের আসরে বোলিং না করে তা হলে ভারতীয় দলের বোলিংয়ে কোনও প্রভাব পড়বে। কারণ ভারতীয় দলে তারকা বোলাররা রয়েছে। সেখানে তারা কাজের কাজটা করে ফেলবে।

তবে হার্দিক একজন ভালো অলরাউন্ডার হিসাবে উঠে আসছিল। কিন্তু সেখানে তার চোটটা দেখতে হবে। ভবিষ্যতের কথা ভাবতে হবে। তাই হার্দিকের চোট নিয়ে ভাবা উচিত। এবং ভবিষ্যতের কথা ভেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

যাইহোক হার্দিকের বোলিং না করাটা বিশেষ কোনও ফ্যাক্টর নয়। আমাদের দলে তারকা বোলাররা রয়েছে,’ এমন কথাই বিশ্বাসের সঙ্গে জানালেন কপিলদেব।