টি-২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন

ওয়েলিংটন– টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল নিউ জ়িল্যান্ড৷ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা৷ অধিনায়ক করা হয়েছে কেন উইলিয়ামসনকে৷ চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে মাত্র দু’টি ম্যাচ খেলেছেন উইলিয়ামসন৷ আইপিএলে বেঞ্চ গরম করা ক্রিকেটারের হাতেই দলের দায়িত্ব দিয়েছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড৷ এটি উইলিয়ামসনের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ৷ চতুর্থ বার অধিনায়ক হিসাবে খেলতে নামবেন তিনি৷

১৫ সদস্যের দলে উল্লেখযোগ্য নাম ডেভন কনওয়ে৷ চোটের কারণে চলতি আইপিএলে খেলছেন না তিনি৷ চেন্নাই সুপার কিংসের ক্রিকেটার বিশ্বকাপের আগে সুস্থ হয়ে যাবেন বলে জানিয়েছে নিউ জ়িল্যান্ড ক্রিকেট বোর্ড৷ কনওয়েকে হয়তো উইকেটের পিছনে দস্তানা হাতেও দাঁড়াতে হবে৷ কারণ, দুই উইকেটরক্ষক টিম সেইফার্ট ও টম ব্লান্ডেলকে দলে জায়গা দেওয়া হয়নি৷ দলে দ্বিতীয় উইকেটরক্ষক হিসাবে রয়েছেন ফিন অ্যালেন৷

ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় খেলা হওয়ায় দলের স্পিন বিভাগকে শক্তিশালী করতে চেয়েছে নিউ জ়িল্যান্ড৷ ইশ সোধি, মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্রের পাশাপাশি গ্লেন ফিলিপ্স, মার্ক চ্যাপম্যান ও মাইকেল ব্রেসওয়েলও স্পিন করতে পারেন৷ টিম সাউদি, জিমি নিশাম, ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ ক্রিকেটারেরাও রয়েছেন দলে৷ একমাত্র রবীন্দ্র ও ম্যাট হেনরি এই প্রথম বার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নামছেন৷


নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড জানিয়েছেন, পরিস্থিতির কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে৷ তিনি বলেন, “দলের প্রত্যেককে আগাম শুভেচ্ছা৷ দেশের হয়ে বিশ্বকাপ খেলা বড় মুহূর্ত৷ ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন জায়গায় উইকেট আলাদা হয়৷ সেই সব পরিস্থিতির কথা মাথায় রেখে দল তৈরি করা হয়েছে৷ আশা করছি আমরা ভাল খেলব৷”

নিউজিল্যান্ড দল— কেন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি৷