• facebook
  • twitter
Saturday, 20 December, 2025

জিতল জুভেন্তাস

টান টান উত্তেজনায় ভরা ম্যাচে সাত গোলের থ্রিলার ... বাজিমাত জুভেন্তাসের। এসি রোমাকে স্ক্রু গোলে হারিয়ে দিয়ে বাজিমাত করল জুভেন্তাস।

প্রতিকি ছবি (Photo: iStock)

টান টান উত্তেজনায় ভরা ম্যাচে সাত গোলের থ্রিলার … বাজিমাত জুভেন্তাসের। এসি রোমাকে স্ক্রু গোলে হারিয়ে দিয়ে বাজিমাত করল জুভেন্তাস। মাত্র সাত মিনিটে চার গোল আর বাজিমাত জুভেন্তাসের।

বিরতিতে খেলা অমীমাংসিতভাবে শেষ হওয়ার পর বিরতির পর খেলতে এসি রোমা একটা সময় গোলে এগিয়ে গিয়েছিল। এরপর সত্তর থেকে সাতাত্তর মিনিটের মধ্যে তিনটি গোল করে জুভেন্তাস খেলায় ফিরে আসে।

Advertisement

এবং জয় তুলে নেয় শেষপর্যন্ত। তবে একাশি মিনিটে জুভেন্তাসের ডি লাইট লালকার্ড দেখে মাঠ ছেড়েছিলেন।

Advertisement

Advertisement