শনিবার অর্থাৎ দোলের পরদিন কলকাতার গ্রীষ্মকালীন ঘোড়দৌড়ে চিরাচরিত মাত্র ৬টি বাজি। মূল বাজি দ্য কাপ্তেন কারেজিয়াস কাপ। ১৪০০ মিটারের রেসে দ্বিতীয় শ্রেণির ১২ প্রতিযোগী অংশগ্রহণ করছে। আমার মতে রেসটি ওপেন। হাড্ডাহাড্ডি লড়াই হওয়া উচিত স্যার বাফেট, সিলায়ন এবং র্যাফেলোর মধ্যে। বেশি দরের ঘোড়াদের জেতার সম্ভাবনা উজ্জ্বল।
মতামত
প্রথম বাজি— ২.৪৫ মি., ক্যাসানাইকা ১, টাইগার ব্লাড ২, ক্রিস্টালডো ৩
দ্বিতীয় বাজি— ৩.১৫ মি., রাইসা ১, ইন্ডিয়ান টাইগার ২, মেমফিজ ৩
তৃতীয় বাজি— ৩.৪৫ মি., কে স্টার ১, ইম্প্রেসিভ অ্যানি ২, ফ্রেস হোপ ৩
চতুর্থ বাজি— ৪.১৫ মি., স্যার বাফেট ১, সিলায়ন ২, র্যাফেলো ৩
পঞ্চম বাজি— ৪.৪৫ মি., নো ওরি ১, জাজারা ২, স্লোপিসার ৩
ষষ্ঠ বাজি— ৫.১৫ মি., জিমি বি ১, সুপারাকিগা ২, বাই দ্য বুক ৩।
দিনের সেরা— জিমি বি