ঝুলনের বিশ্ব রেকর্ড

ঝুলনের বিশ্ব রেকর্ড

কিম্বারলে- বিশ্বরেকর্ড চাকদহ এক্সপ্রেসে’র। মহিলাদের বিশ্বকাপ্র দুরন্ত পারফরমেন্স করে দেখানোর পরও শিরোপা জয় করতে পারেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল।

কিন্তু, মহিলা ক্রিকেটে ব্যক্তিগত রেকর্ড বানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। মিতালি রাজ থেকে শুরু করে হরমনপ্রীত কৌর ও ঝুলন গোস্বামী পর্যন্ত। তবে, বিশ্বকাপ খেলতে নামার আগেই মহিলাদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করার রেকর্ড গড়েছিলেন ঝুলন গোস্বামী।

এবার মহিলা ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন চাকদহ এক্সপ্রেস। বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম উইকেটটি তুলে নিয়ে মহিলাদের ক্রিকেটে প্রথম বোলার হিসেবে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী দুশোটি উইকেট দখল করার বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন।


পঁইয়ত্রিশ বছর বয়সি এই ভারতীয় পেসার, ১৬৬ টি ম্যাচে ২০০ টি উইকেট সংগ্রহ করেছেন। সেরা বোলিং ৩১ রানে ছয় উইকেট। ২০০২ সালে ভারতীয় দলের হয়ে ঝুলন অভিষেক ম্যাচ খেলেছিলেন। ২০০৭ সালে তিনি পার আইসিসি’র সেরা মহিলা ক্রিকেটারের শিরোপা তার সেরা পারফরমান্সের জন্য।