• facebook
  • twitter
Saturday, 23 November, 2024

ঝুলনরা অস্ট্রেলিয়া সফরে যাবেন: সৌরভ

সারা ভারত ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গাঙ্গুলি রব্বিারই জানিয়ে দিলেন মেয়েদের ক্রিকেট হবে। করােনার কারণে অস্ট্রেলিয়া ও ভারতের সিরিজ পিছিয়ে যায়।

সৌরভ গাঙ্গুলি (Photo: SNS)

সারা ভারত ক্রিকেট সংস্থার সভাপতি সৌরভ গাঙ্গুলি রবিবারই জানিয়ে দিলেন মেয়েদের ক্রিকেট হবে। করােনার কারণে অস্ট্রেলিয়া ও ভারতের সিরিজ পিছিয়ে যায়। চলতি বছরের জানুয়ারি মাসে এই সিরিজ হওয়ার কথা ছিল। আগামী সেপ্টেম্বর মাসে খেলা হবে জানানাে হয়েছে।

অস্ট্রেলিয়ায় ভারত ৩ টি একদিনের ম্যাচ ও ৩টি টি-২০ ম্যাচ খেলবেন ঝুলন গােস্বামীরা। তবে অস্ট্রেলিয়া বাের্ড এখনাে সরকারিভাবে কিছু জানায়নি। তবে অস্ট্রেলিয়ার পেসার মেগানস্যুট জানিয়েছেন তাদের পরবর্তী প্রতিপক্ষ ভারত। তাতেই স্পষ্ট হয়ে উঠেছে। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় মেয়েরা ইংল্যান্ডে যাবেন।

আগামী ১৬ জুন থেকে দুই দেশের সিরিজ শুরু হচ্ছে। কিছুদিন আগে ভারতীয় মেয়েদের জন্যে কোচ নির্বাচিত হয়েছেন রমেশ পাওয়ার। সৌরভ গাঙ্গুলি মেয়েদের ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে চান। বারতীয় ক্রিকেটে মেয়েদের সাফল্য সবাইকে গর্বিত করে।

গত বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় মেয়েরা ফাইনালে খেলবার ছাড়পত্র পেয়েছিল । কিন্তু রানার্স হয়ে দেশে ফিরতে। তাই আগামীতে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দল সেরা খেতাব তুলে আনার জন্যে বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলবার প্রয়ােজন আছে বলে মনে করেন সৌরভ। তবে ইংল্যান্ড এবং লিয়া সফরে ভারতের মেয়েরা নিজেদের কিছুটা গুছিয়ে নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন সৌরভ।