রঞ্জি ট্রফি ম্যাচে মুম্বইয়ের মতো শক্তিশালী দলকে হারিয়ে জম্মু-কাশ্মীর দল শিরোনামে উঠে এসেছে। আর এবার পিচ নিয়ে শুরু হল বিতর্ক। বরোদার বিরুদ্ধে পিচ খারাপ করে দেওয়ার অভিযোগ করেছে জম্মু-কাশ্মীর। পাল্টা বরোদা জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নালিশ করবে তারা।
দ্বিতীয় দিনের সঙ্গে তৃতীয় দিনের পিচের নাকি কোনও মিল নেই। এমনটাই অভিযোগ জম্মু-কাশ্মীরের। বরোদার বিরুদ্ধে রাতারাতি পিচ বদলে দেওয়ার অভিযোগ করে তারা। মাঠে নেমে প্রতিবাদও জানিয়েছেন জম্মু-কাশ্মীরের ক্রিকেটাররা। সেই কারণে খেলা দেরিতে শুরু হয়। এই অভিযোগ অস্বীকার করে বোর্ডের কাছে নালিশ জানানোর পথে বরোদা। রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের শেষ রাউন্ডের ম্যাচে শুরু হয়েছে পিচ নিয়ে বিতর্ক।
তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে জম্মু-কাশ্মীরের কোচ অজয় শর্মা অভিযোগ করেন, পিচের রং বদলে গিয়েছে। দ্বিতীয় দিনের পিচে ব্যাট করা সহজ ছিল। কিন্তু তৃতীয় দিন পিচ দেখে মনে হচ্ছে স্যাঁতসেঁতে। ফলে সেখানে ব্যাট করা কঠিন হবে। মাঠে নেমে প্রতিবাদ করেন দলের ক্রিকেটাররা। দুই আম্পায়ার পশ্চিম পাঠক ও রবি তেজার সঙ্গে কথা বলেন কোচ। ছিলেন ম্যাচ রেফারি অর্জন কৃপাল সিং। পরে ম্যাচ রেফারির কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছে দল।
রঞ্জির নকআউটে যেতে হলে এই ম্যাচ দু’দলের কাছেই গুরুত্বপূর্ণ। তবে বেশি গুরুত্বপূর্ণ বরোদার কাছে। ম্যাচ ড্র হলেই নকআউটে যাবে জম্মু-কাশ্মীর। কিন্তু বরোদাকে জিততেই হবে। তাই তাদের কাছে এই ম্যাচই নকআউট। সেই কারণেই ঘরের মাঠের সুবিধা বরোদা নিচ্ছে বলে অভিযোগ জম্মু-কাশ্মীরের। তাদের ব্যাটসম্যানরা যাতে বেশি রান করতে না পারে তার জন্য ইচ্ছা করে পিচ বদলে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন জম্মু-কাশ্মীরের কোচ অজয়।
বরোদা ক্রিকেট সংস্থা জানিয়েছে, ভিত্তিহীন অভিযোগ করেছে জম্মু-কাশ্মীর। শীতকালে শিশির পড়ে। তার ফলে অনেক সময় আউটফিল্ড ও পিচ একটু স্যাঁতসেঁতে থাকে। তার জেরে খেলা শুরু হতে দেরিও হয়। সেটাই হয়েছে। এর নেপথ্যে অন্য কোনও কারণ নেই। তাদের মানহানি করা হয়েছে বলে অভিযোগ বরোদার। ফলে জম্মু-কাশ্মীরের কোচের মন্তব্য নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নালিশ জানাতে চলেছে তারা।
মাঠে নেমে ক্রিকেটারেরা প্রতিবাদ জানায় তৃতীয় দিনের খেলা শুরু হতে দেরি হয়। সকাল সাড়ে ৯টার বদলে ১০.৫৫ মিনিটে শুরু হয় খেলা। প্রথম ইনিংসে ২৪৬ রান করেছে জম্মু-কাশ্মীর। বরোদা প্রথম ইনিংসে ১৬৬ রানে অল আউট হয়ে গিয়েছে। পিচ নিয়ে অভিযোগ করলেও তৃতীয় দিন খারাপ ব্যাট করেনি জম্মু-কাশ্মীর। দ্বিতীয় ইনিংসে ২৮৫ রান করে তারা। ৩৬৫ রান তাড়া করতে নেমে বরোদা দিনের শেষে বিনা উইকেটে ২১। এখনও ম্যাচ জিততে তদের ৩৪৪ রান করতে হবে।