• facebook
  • twitter
Thursday, 12 December, 2024

অলিম্পিক্স ক্রিকেট ব্রিসবেনের মাঠে করতে চান জয় শাহ

অস্ট্রেলিয়ায় ক্রিকেট ভালই জনপ্রিয়। তবে ব্রিসবেনে ক্রিকেট থাকার ব্যাপারে নিশ্চয়তা নেই। তাই ব্রিসবেনে গিয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্যকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেছেন জয় শাহ।

ফাইল চিত্র

আগামী শনিবার থেকে ব্রিসবেনে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। আর এই গাব্বা স্টেডিয়ামে ২০৩২ সালের আগে আর কোনও ক্রিকেট খেলা হবে না বলে জানা গেছে। অর্থাৎ রোহিত শর্মা ও প্যাট কামিন্সদের মধ্যে লড়াইটাই এই মাঠে অন্য জায়গায় পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে। দুই দলের কাছেই এই খেলাটা ঐতিহাসিক রূপ পেতে পারে। এটা মনে রাখতে হবে, চার বছর পর অলিম্পিক্সে ক্রিকেট ফিরে আসছে। চার বছর পরেই লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স গেমসে ক্রিকেটে বেশ কয়েকটি দেশকে দেখতে পাওয়া যাবে। খেলাগুলি হবে কিন্তু টি-টোয়েন্টি প্রথায়। তবে ২০৩২-এর ব্রিসবেন অলিম্পিক্সেও ক্রিকেট থাকবে কি না, তার কোনও নিশ্চয়তা নেই। সেটা নিশ্চিত করতে চাইছেন জয় শাহ। আইসিসি-র নতুন চেয়ারম্যান বৃহস্পতিবার বৈঠক করেছেন ব্রিসবেন অলিম্পিক্সের আয়োজক কমিটির কর্তাদের সঙ্গে। ক্রিকেটের অন্তর্ভুক্তি নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। ১২৮ বছর বাদে অলিম্পিক্সে ফিরে আসছে ক্রিকেট। ক্রিকেটের জন্য স্টেডিয়াম বেছে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। মূল অলিম্পিক্স লস অ্যাঞ্জেলেসে হলেও ক্রিকেট হতে পারে আমেরিকার পূর্ব দিকের মায়ামি বা নিউ ইয়র্ক শহরে।

অস্ট্রেলিয়ায় ক্রিকেট ভালই জনপ্রিয়। তবে ব্রিসবেনে ক্রিকেট থাকার ব্যাপারে নিশ্চয়তা নেই। তাই ব্রিসবেনে গিয়ে অলিম্পিক্সের আয়োজক কমিটির প্রধান সিন্ডি হুক এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখ্যকর্তা নিক হকলির সঙ্গে দেখা করেছেন জয় শাহ। নিজেই সমাজমাধ্যমে সেই ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে কর্তাদের সঙ্গে এক টেবিলে বসে বেশ কিছু বক্তব্যও রাখতে দেখা গিয়েছে আইসিসি চেয়ারম্যানকে। শনিবার ব্রিসবেনের মাঠে হাজির থাকার কথা জয় শাহের। তবে টেস্টে প্রতিদিনই থাকবেন কিনা, সে বিষয়ে কোনও আভাস পাওয়া যায়নি। এই মুহূর্তে জয় শাহের কাছে প্রধান চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন্স ট্রফি ক্রিকেট আয়োজন করা এবং কীভাবে পাকিস্তানের প্রস্তাবকে সমাধান করা যায়, তার সূত্র বের করা। এখনও পর্যন্ত সচিব ঘোষণা না হলেও খুব তাড়াতাড়ি তা প্রকাশ হবে বলে মনে করা হচ্ছে।