গুজরাট টাইট্যান্সের বিরুদ্ধে ম্যাচ জিতেই ধারাভাষ্যকারদের একহাত নিলেন লখনউ পেসার শার্দুল ঠাকুর। জানালেন তার মতে, স্টুডিয়োর এসিতে বসে কাজ করাই হয়তো সবচেয়ে সহজ। আসলে প্রায়ই লখনউ বোলারদের সমালোচনা করা হয় ধারাভাষ্যকারদের তরফে। তা নিয়েই এবার নিজের ক্ষোভ প্রকাশ করলেন তিনি। আসলে এখন টি- টোয়েন্টিতে বেশিরভাগ ম্যাচেই ২০০ এর বেশি রান ওঠে। তা নিয়ে প্রায়শই বিশেষজ্ঞরা বোলারদেরই সমালোচনা করে থাকেন। যা একেবারেই মেনে নিতে পারেননি শার্দুল।
তিনি জানান, ‘বর্তমানে ক্রিকেট একটা গতিতে এগোচ্ছে। এই পর্যায়ে, টি-টোয়েন্টি ক্রিকেটে ২০০ র বেশি রান এখন আর খুব একটা অস্বাভাবিক নয়।’ এরপরই একরাশ বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘স্টুডিয়োয় বসে কারোর বোলিং নিয়ে মন্তব্য করা খুব সহজ। তাঁরা বোধহয় মাঠের প্রকৃত অবস্থাটা দেখতে পান না।’ আসলে শার্দুল বলতে চেয়েছেন, টি টোয়েন্টি ক্রিকেটে বর্তমানে যথেষ্ট রান ওঠে। আসলে, এখন বেশিরভাগ ক্ষেত্রেই পিচ ব্যাটিং সহায়ক হয়। যার ফলে, হয়তো বোলাররা নিজেদের লাইন – লেংথ ঠিক রেখে বল করলেও অনেকসময়ই প্রচুর রান উঠে যায়। তাই বিশেষজ্ঞদের সমালোচনা করার সময় এই বিষয়টাও মাথায় রাখা উচিত বলেই তার মত।