পুজোর আবহে আর এক দিন বাদেই হবে আইএসএলের মিনি ডার্বি। মিনি ডার্বিতে মোহনবাগান ও মহমেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে হবে লড়াই। মিনি ডার্বি খেলতে নামার আগে ফুটবলারদের চোট আঘাতে জর্জরিত মোহনবাগান। যা চিন্তায় রাখছে কোচ জোসে মোলিনাকে।
আইএসএলে আগের ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে ০-৩ গোলে হারের মুখ দেখে মোহনবাগান। মাঝমাঠে বা ডিফেন্সের বেশ কিছু জায়গায় খামতি ধরা পড়ে মোহনবাগানের খেলায়। সবুজ মেরুনের শক্তিশালী স্ট্রাইকাররাও গোলের দরজা খুলতে পারেনি। এবার মিনি ডার্বির আগে সাহাল আব্দুল সামাদের চোটে বাড়ছে সমস্যা। সাহাল আব্দুল সামাদ হ্যামস্ট্রিংয়ের চোটে মিনি ডার্বি খেলতে পারবেন না বলেই মনে করা হচ্ছে। বৃহস্পতিবার যুবভারতীর স্টেডিয়ামের ট্রেনিং গ্রাউন্ডে দলের সঙ্গে উপস্থিত থাকলেও প্র্যাকটিস করেননি সাহাল আব্দুল সামাদ।
চোটের কবলে রয়েছেন স্ট্রাইকার মনবীর সিং। গোড়ালিতে চোট পান মনবীর। এদিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। মিনি ডার্বিতে মনবীর আদৌ খেলতে পারবেন কিনা জানা নেই। তবে আলবার্তো রড্রিগেজ ফিট হওয়ায় ডিফেন্স নিয়ে চিন্তা কমবে বাগান কোচ মোলিনার।