গতবছর বোর্ডের চুক্তি থেকে বাদ পরে ক্রিকেট থেকে দূরে সরে গিয়েছিলেন ঈশান কিশান। কিন্তু চলতি আইপিএলকে হয়তো তাঁর প্রত্যাবর্তনের একটা জায়গা হিসাবে বেছে নিচ্ছেন তিনি। এই মরসুমের আইপিএলের প্রথম ম্যাচেই শতরান করেছেন ঈশান। তবে এ বার পাকিস্তানের উইকেটরক্ষক মহম্মদ রিজওয়ানের কথা টেনে আনলেন ঈশান। তাঁর মতে, রিজওয়ানের মতো বার বার আউটের আবেদন করলে আম্পায়াররা তাতে কোনও পাত্তা দেন না।
পাকিস্তানের উইকেটরক্ষক রিজওয়ান আবেদন করার জন্য বিখ্যাত। প্যাডের কোথাও বল লাগলেই আবেদন করেন তিনি। আম্পায়ারের উপরও বাড়তি চাপ সৃষ্টি করা হয়। তাতে যদিও কোনও বিশেষ লাভ হয় না। রিজওয়ানের ডিআরএস নেওয়ার রেকর্ডও খুব খারাপ। সেই কারণেই হয়তো রিজওয়ানের উদাহরণ দিয়েছেন ঈশান। ঘটনাটি হচ্ছে যে, ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীর একটি প্রশ্নের জবাবে রিজওয়ানের এই প্রসঙ্গ টেনে এনেছেন তিনি।