• facebook
  • twitter
Friday, 22 November, 2024

রিঙ্কুর ভাগ্য কি রাতারাতি বদলাতে চলেছে?

মুম্বই— আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের জায়গা হতে চলেছে? এই গুঞ্জন এখন বিসিসিআই-য়ের অন্দরে শোনা যাচ্ছে৷ আসলে ইতিমধ্যে রোহিত শর্মার ভারতীয় দলের খেলোয়াড়দের নাম ঘোষণা হয়ে গিয়েছে৷ সেই দলে অভিজ্ঞ খেলোয়াড়দের নাম ঘোষণা হয়ে গিয়েছে৷ সেই দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশে তরুণ উজ্জ্বল মুখকে রাখা হয়েছে৷ দীর্ঘদিন আইসিসি পরিচালিত কোনও টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন

মুম্বই— আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারতীয় দলে রিঙ্কু সিংয়ের জায়গা হতে চলেছে? এই গুঞ্জন এখন বিসিসিআই-য়ের অন্দরে শোনা যাচ্ছে৷ আসলে ইতিমধ্যে রোহিত শর্মার ভারতীয় দলের খেলোয়াড়দের নাম ঘোষণা হয়ে গিয়েছে৷ সেই দলে অভিজ্ঞ খেলোয়াড়দের নাম ঘোষণা হয়ে গিয়েছে৷ সেই দলে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশে তরুণ উজ্জ্বল মুখকে রাখা হয়েছে৷ দীর্ঘদিন আইসিসি পরিচালিত কোনও টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি৷ তাই টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটকে পাখির চোখ করে ভারতীয় দলকে সজানো হয়েছে৷ ২০১৩ সালে চ্যাম্পিয়ন ট্রফি জয় করার পরে আর কোনও প্রতিযোগিতায় শিরোপার মুকুট ভারতের ঘরে আসেনি৷ অনেক সময় ভারত দোরগোড়ায় পেঁৗছেও সেরা হওয়া থেকে বঞ্চিত হয়েছে.৷ বিশেষ করে এবারের বিশ্বকাপ ক্রিকেটে ঘরের মাঠে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হার স্বীকার করতে হয়েছে তাই ওয়েস্টইন্ডিজ ও আমেরিকায় টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে রোহিত শর্মা ও বিরাট কোহলিরা মরিয়া৷

২০২২ সালে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে শেষ চারের খেলায় ভারতের লজ্জার হার৷ ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে ভারত পরাস্ত হয়েছিল৷ সেই কারণে এবারের কুড়ি বিশ্ব যুদ্ধে বাজিমাত করতে চায় রোহিত ব্রিগেড৷ সেই কারণে নির্বাচক মণ্ডলীর সদস্যরা তরুণ ক্রিকেটারদের প্রতি নির্ভরশীল হতে চেয়েছেন৷ ঘোষিত দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব জশপ্রীত বুমরার মতন সিনিয়র খেলোয়াড়দের পাশে তরুণ মুখ যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ, আরশদীপ সিং ও শিবম দুবের মত ক্রিকেটাররা জায়গা পেয়েছেন৷ কিন্ত্ত এই মুহূর্তে শিবম দুবেকে নিয়ে চিন্তায় রয়েছেন নির্বাচকরা৷ বর্তমানে এই দীর্ঘকায় অলরাউন্ডার অফ ফর্মে রয়েছেন৷ সেই জায়গায় রিঙ্কু সিংকে নিয়ে ভাবনা শুরু হয়েছে৷

তাহলে কী শিবম দুবে বাদের তালিকায় চলে যাচ্ছেন? এই প্রশ্নটা এখন বড় করে দেখা দিচ্ছে৷ এখানে বলা যেতে পারে ২০২৩ সালে আইপিএল ক্রিকেটে দুরন্ত ফর্মে ছিলেন শিবম দুবে৷ ১৬ ম্যাচে ৪১৮ রান করেছিলেন৷ স্ট্রাইক রেট ছিল দেখার মতন৷ সেই জন্যে ভারতীয় দলে তাঁর জায়গা হয়ে যায়৷ চলতি বছরে আফগানিস্তান ক্রিকেট দলের সঙ্গে ভারতের তিন ম্যাচের সিরিজে শিবম দুবে খেলার সুযোগ পান৷ শিবমের ব্যাট থেকে দুটি অর্ধশত রান আসে এবং বল হাতে উইকেট পান৷ সিরিজে সেরা খেলোয়াড় হিসেবে সম্মানিত হন৷ তাই অলরাউন্ডার হিসেবে শিবমের নাম আলোচনায় বার বার উঠে আসে৷ পাশাপাশি এবারের আইপিএল ক্রিকেটে প্রথম দিকে শিবম সাবলীল এবং ঝড়ো ইনিংস খেলাতে নির্বাচকদের নজকে চলে আসেন৷ তাই ভারতীয় দলে জায়গা পাওয়াতে কোনও সমস্যা হয়নি৷ ভারতীয় দলে তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই আইপিএল ক্রিকেটে শিবম দুবের খেলা মুখ থুবড়ে পড়ে৷ চেনা ছন্দ থেকে নিজে হারিয়ে যান শিবম৷ তার পরেই শিবমকে বাদ দেওয়ার দাবি উঠতে থাকে৷ আর তখনই রিঙ্কু সিংয়ের নামটা উঠে আসে৷ গত বছর আইপিএল ক্রিকেটে রিঙ্কুর অসাধারণ ব্যাটিং এবং গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ২০ ওভারে রিঙ্কু পাঁচটা ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জিতিয়ে দিতেই, তিনি শিরোনামে উঠে আসেন৷ আবার আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে দ্বিতীয় ম্যাচে ঝড় তুলে সেরা খেলোয়াড়ের সম্মান পান৷ পাশাপাশি এশিয়ান গেমস, অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দারুন খেলেছেন রিরঙ্কু৷ রিঙ্কু ফিনিসার হিসেবে ঝড়ো ইনিংসে খেলায় ওস্তাদ৷ তবে ২০২৪ আইপিএল ক্রিকেটে লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে সেইভাবে সাফল্য না পাওয়ায় ঘোষিত ভারতীয় দলে জায়গা হয়নি৷ রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকতে হয়েছে৷ কিন্ত্ত ভারতীয় দলে অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়া ভারতীয় দলে এসে গেছেন৷ তাই শিবম দুবেকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে৷ সেই জায়গায় রিঙ্কুকে আনার কথা বড় করে দেখা দিচ্ছে৷ আগামী ২৫ মে পর্যন্ত দলে রদবদলের সুযোগ রয়েছে ভারতের৷ শেষ মুহূর্তে শিবম দুবের জায়গায় ‘শাপে বর’ হতে পারে রিঙ্কু সিংয়ের জন্যে৷