• facebook
  • twitter
Sunday, 16 March, 2025

কলকাতায় এখন আইপিএল ক্রিকেটের উত্তাপ

২০১২-১৩ সালে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। তখনই টিম ট্রায়াল থেকে সঞ্জুকে খুঁজে বার করেন দ্রাবিড়। ২০১৪-১৫ সালে দ্রাবিড় ছিলেন রাজস্থানের টিম ডিরেক্টর।

প্রতিনিধিত্বমূলক চিত্র

অপেক্ষা আর কয়েকটা দিন। কলকাতার ইডেন উদ্যানে আগামী ২২ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও বেঙ্গালুরু। কলকাতার ক্রিকেটাররা ইতিমধ্যেই এসে পড়েছেন শহরে। আবার অনুশীলনে মেতে উঠেছেন প্রত্যেকেই।

কলকাতা অপেক্ষা করছে এই খেলা উপভোগ করার জন্য। শোনা যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান হয়তো আসতে পারেন। সব মিলিয়ে এখন কলকাতা মেতে উঠেছে আইএফএ ক্রিকেট নিয়ে।

শুক্রবার কেকেআর ক্রিকেটারদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দলের বেশির ভাগ ক্রিকেটারই পৌঁছে গিয়েছেন কলকাতায় এবং অনুশীলনও শুরু হয়ে গেছে জোরকদমে। তবে দোলযাত্রা উপলক্ষে নাইটদের কোনো অনুশীলন ছিল না। দুপুরে হোটেলেই রঙের উৎসবে মাতলেন ক্রিকেটাররা।

অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আয়ার, রিঙ্কু এবং অঙ্গকৃশ রঘুবংশীকে রং খেলতে দেখা গিয়েছে। কোচ চন্দ্রকান্তের সঙ্গে ছিলেন স্পিন বোলিং কোচ কার্ল ক্রো। সমর্থকদের সঙ্গেও রং খেলেছেন ক্রিকেটারেরা।

সেখানে চন্দ্রকান্তকে অন্য মেজাজে দেখা গিয়েছে। চন্দ্রকান্তকে এইদিন বন্দুকের ধাঁচে তৈরি পিচকিরি নিয়ে রং জল ছেটাতে দেখা যায় রাহানে এবং রিঙ্কুকে। সব মিলিয়ে বেশ খুশির পরিবেশ দেখা গিয়েছে শিবিরে।

অন্যদিকে টানা পাঁচ বছর রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেবেন সঞ্জু স্যামসন। তবে এই বার পাশে পাবেন রাহুল দ্রাবিড়কে। রাজস্থানের কোচ হিসাবে আবার ফিরেছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গে জুটি বাঁধতে পেরে খুব খুশি সঞ্জু। সঞ্জু জানান যে, দ্রাবিড়কে দেখেই তিনি নেতৃত্ব দিতে শিখেছেন।

২০১২-১৩ সালে রাজস্থানের অধিনায়ক ছিলেন দ্রাবিড়। তখনই টিম ট্রায়াল থেকে সঞ্জুকে খুঁজে বার করেন দ্রাবিড়। ২০১৪-১৫ সালে দ্রাবিড় ছিলেন রাজস্থানের টিম ডিরেক্টর। পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি এবং ভারতীয় দলে কোচ হিসেবে ঘুরে আবার ফিরেছেন রাজস্থানে। যে ভাবে দ্রাবিড় নেতৃত্ব দিতেন তা এখনও মুগ্ধ করে সনজুকে।

দ্রাবিড়ের রাজস্থান রয়্যালস-এ ফেরায় সঞ্জু বলেছেন, ‘এখন আমি দলের অধিনায়ক। রাহুল স্যার এত বছর পর রাজস্থানে ফিরেছেন। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। ওঁর অধীনে রাজস্থান এবং ভারতীয় দলেও খেলেছি। কিন্তু অধিনায়ক হিসাবে দ্রাবিড়ের মতো একজন কোচকে পাশে পাওয়া ভাগ্যের ব্যাপার। সবসময় দ্রাবিড়ের থেকে অনেক কিছু শেখার অপেক্ষায় রয়েছি।’

কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। অন্যদিকে ভাঙা পা নিয়েও রাজস্থানের প্র্যাকটিসে যোগ দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়। আঙুলে চোটের ফলে অস্ত্রোপচার হয় সনজুর এবং এই কারণেই দেরি হচ্ছে তাঁর প্র্যাকটিসে যোগ দিতে।
ব্যাটিং করতে পারলেও, উইকেটকিপিং করতে পারবেন কিনা সেটা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। সেক্ষেত্রে বিকল্প হতে পারেন ধ্রুব জুরেল।
তবে এর মধ্যে ভক্তদের নজর কেড়েছে রাহুল দ্রাবিড়ের দায়বদ্ধতা, তাঁর দলের প্রতি। কিছুদিন আগে পায়ে গুরুতর চোট লাগে তাঁর। তবুও তিনি মাঠে আসছেন ক্রিকেটারদের উৎসাহিত করার জন্য। প্রয়োজনে ক্রিকেটারদের পরামর্শও দিচ্ছেন।