করোনা আবহে আইপিএল হবে কিনা সেটা নিয়ে সংশয় থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু হাত গুটিয়ে বসে নেই পুরোপুরি। সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। মঙ্গলবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে ঠিক হয়ে গেল এবারে নিলামের তারিখ।
নতুন দুটি ফ্র্যাঞ্জাইজির খেলার ক্ষেত্রেও সরকারি ভাবে আর কোনও সমস্যা থাকল না। আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে আইপিএলের নিলাম হবে। নতুন দু’টি দল লখনউ ও আমেদাবাদ দু’সপ্তাহের জানাতে হবে, তারা নিলামের আগে কোন কোন ক্রিকেটারকে নিচ্ছে।
আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল বলেন, দুটি নতুন দলকেই আইপিএল-এ খেলার জন্য সরকারিভাবে ছাড়পত্র দেওয়া হয়েছে। যেহেতু তারা এ বারই প্রথম আইপিএল-এ খেলবে, তাই তাদের নিলামের আগে ক্রিকেটার বাছার সুযোগ দেওয়া হচ্ছে।
সেই তালিকা আগামী দু-সপ্তাহের মধ্যে তাদের জানাতে হবে। মঙ্গলবারই আইপিএলের দুটি ফ্র্যাঞ্জ ইজিকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।