আইপিএল ক্রিকেটের ঢাকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শুরু হয়ে যাবে ইডেন উদ্যান থেকে আইপিএল ক্রিকেটের ম্যারাথন লড়াই। উদ্বোধনী ম্যাচে ইডেনে খেলবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চালেঞ্জার্স বেঙ্গালুরু। উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানটি জমকালো করে রাখবার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বলিউড তারকা থেকে বাংলার শিল্পীরাও এই অনুষ্ঠানে অংশ নেবেন। শোনা যাচ্ছে গায়ক অরিজিৎ সিং ইডেন মাতাতে আসছেন। থাকছেন বরুণ ধাওয়ান, শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা।
তবে বোর্ডের আরও বেশ কিছু ভাবনা রয়েছে। পুরোটা এখনও চূড়ান্ত হয়নি। এরই মধ্যে পুরো ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে বলেই বোর্ড সূত্রের খবর। বরুণ, শ্রদ্ধা, অরিজিতদের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েজন তারকারা পারফর্ম করবেন। সেটা কারা, তা সময়ই বলবে।
সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও কলকাতার জনতাকে দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য তৈরি থাকতে বলছেন। জানা যাচ্ছে, মোটামুটি আধ ঘণ্টার অনুষ্ঠান হতে পারে। আর তারপর তো ক্রিকেট-যুদ্ধ। একদিকে গতবারের চ্যাম্পিয়ন নাইট রাইডার্স, অন্যদিকে অধরা আইপিএল খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট-বিনোদনও সঙ্গী হতে পারে ভক্তদের।
আবার ইডেনের খেলাকে ঘিরে শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে আগামী শনিবার কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে তাপপ্রবাহে বাংলার ৬টি জেলায় সতর্ক বার্তা জারি করা হয়েছে। বিকেল বা সন্ধের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে আবহাওয়ার বড়সড় পরিবর্তন হবে। কলকাতা সহ বিভিন্ন জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে মাটি। মাঝেমধ্যেই ঝড়ের সম্ভাবনাও রয়েছে। তাই ইডেন উদ্যানে আইপিএলের সূচনায় ব্যাঘাত ঘটতে পারে। সেই কারণে ক্রিকেট ভক্তদের কাছে বিরাট চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।