• facebook
  • twitter
Friday, 11 April, 2025

দু’হাতে বল করে নজির গড়লেন স্পিনার কামিন্দু মেন্ডিস

টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মহা নিলামে ৭৫ লক্ষ টাকায় শ্রীলঙ্কার স্পিনার কামিন্দু মেন্ডিসকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ।

আইপিএল ক্রিকেট মানেই নানা অঘটন। কখনও কোনও ক্রিকেটার রেকর্ড গড়ছেন, আবার কখনও দেখা যায় হারের লজ্জায় ক্রিকেটাররা মুখ লুকিয়ে নিচ্ছেন। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে মহা নিলামে ৭৫ লক্ষ টাকায় শ্রীলঙ্কার স্পিনার কামিন্দু মেন্ডিসকে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তার আগেই দীর্ঘদিনের প্রেমিকা নিশনিকে বিয়ে করে ফেলেছিলেন কামিন্দু। বাকি ছিল মধুচন্দ্রিমা। কিন্তু টুর্নামেন্টের দামামা বাজতেই বিদেশের কাঙ্ক্ষিত গন্তব্যে না গিয়ে শ্রীলঙ্কার পাহাড়ঘেরা শহর হাপুতালেতে ছিমছামভাবেই হানিমুন সেরে ফেলেন। তারপর যোগ দেন সানরাইজার্স হায়দরাবাদ দলের প্রস্তুতি শিবিরে৷

দলের হয়ে প্রথম তিন ম্যাচে নামেননি কামিন্দু। সুযোগ পান গত বৃহস্পতিবার নাইট রাইডার্সের বিরুদ্ধে। সম্ভবত, পিচে স্পিন থাকবে অনুমান করেই তাঁকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু প্রথম সুযোগে নিজেকে সেইভাবে দর্শকদের মন জয় করতে পারলেন না। হায়দরাবাদ হেরেছে। তবে নিজে উইকেট পেয়েছেন। আউট করেছেন অঙ্গকৃশ রঘুবংশীকে। কিন্তু এসব নিছকই তথ্য। কামিন্দু আসল নজিরটি গড়েছেন ১৩তম ওভারে। এক হাত নয়, দু’হাতে বল করে আইপিএলে ইতিহাস সৃষ্টি করেছেন। ওই ওভারের প্রথম, তৃতীয় ও চতুর্থ ডেলিভারি বাঁ-হাতে এবং বাকি তিনটি বল ডান হাতে করেন শ্রীলঙ্কার স্পিনার। আরও তাৎপর্যপূর্ণ, একই ওভারের চতুর্থ বলে তিনি আউট করেন রঘুবংশীকে। আইপিএলের ইতিহাসে এর আগে কোনও খেলোয়াড় একই ম্যাচে না দু’হাতে বল করেছেন, না দু’হাতে বল করে কোনও উইকেট তুলেছেন। সেদিক দিয়ে গতকালের ইডেনের ময়দান এবং কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন কামিন্দু মেন্ডিস৷

টুর্নামেন্টে ইতিপূর্বে লিয়ম লিভিংস্টোন অফ স্পিন ও লেগ স্পিন—দুই-ই করে নজির গড়েন। কিন্তু সেটা এক হাতে, দু’হাতে নয়৷ বাঁ-হাতি ব্যাটারকে অফ স্পিন এবং ডানহাতির বিরুদ্ধে লেগ স্পিন করতে দেখা গিয়েছিল তাঁকে। কামিন্দুর এই অভিনব বোলিং দেখে দর্শকরা বেশ মজা করেছেন। উল্লেখ্য, শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট থেকে উঠে এসেছেন কামিন্দু। অল্প বয়স থেকেই দু’হাতে বল করে খবরের শিরোনামে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ বসেছিল বাংলাদেশে। সেখানেও সব্যসাচীর ভূমিকায় দেখা দেন কামিন্দু। বল ছোড়েন দু’হাতে। সিনিয়র টিমে জায়গা পেয়েও একই স্টাইল বজায় রেখেছেন শ্রীলঙ্কার স্পিনার৷ সেটাও ভারতের বিরুদ্ধে। গত বছর জুলাই মাসে পাল্লেকেলেতে সূর্যকুমার যাদব ও ঋষভ পন্থের বিরুদ্ধে দু’হাতে বোলিং করেন কামিন্দু৷ বিশেষজ্ঞদের মতে, শ্রীলঙ্কার বোলারের বামহাত ডান হাতের চেয়ে ভাল। রঘুবংশী আউট হওয়ার পর ক্রিজে আসেন দুই ব্যাটসম্যান বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিং৷ আর দুজনেই বাম হাতি। এই কারণে উইকেট নিয়েও মাত্র এক ওভার বল করেছেন।

ক্রিকেটের নিয়ম কী বলছে? একই বোলার কি এক ওভারে দু’হাতে বল করতে পারেন? আইসিসির নিয়ম অনুযায়ী, ওভারের মধ্যে হাত বদলানো বৈধ। তবে হাত পরিবর্তন করার আগে বোলারকে জানাতে হবে আম্পায়ারকে। নাইটদের বিরুদ্ধে তিনি ডানহাতি ব্যাটসম্যানকে বাঁহাতে এবং বামহাতি ব্যাটসম্যান ডান হাতে স্পিন বোলিং করবেন, সেটা কামিন্দু সেটা আগাম জানিয়েও দেন। তাই কোনও বিতর্ক তৈরি হয়নি। তবে এর আগে কামিন্দুর মতো বিশ্বকাপ ক্রিকেটে বল করেছেন শ্রীলঙ্কারই আরেক বোলার হাসান তিলকরত্নে। সেটা ১৯৯৬ সালের ঘটনা। কেনিয়ার বিরুদ্ধে তিনি বল করেছিলেন। এবারে দেখা গেল শ্রীলঙ্কারই বোলার কামিন্দু একই ভাবে বল করলেন।