বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেল কার্তিক, বাদ পন্থ

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দল ঘোষণার সভায় যোগ দেওয়ার পর বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সদর দফতরে বাইরে। (Photo-Indranil Mukherjee/AFP)

দ্বিতীয় উইকেট কিপারের জায়গায় কে আসবে- কার্তিক না পান্থ, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে অনেক আলোচনা হয়েছে। সোমবার বিশ্বকাপের দল ঘোষণার সময় দেখা গেল অভিজ্ঞ দীনেশ কার্তিক পেছনে ফেলে দিল তরুণ ঋশভ পন্থকে।

এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচন কমিটি দলে কোনও নতুন চমক আনেননি। আলোচনার বিষয় ছিল দ্বিতীয় উইকেট কিপার কে হবে। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ৩৩ বছর বয়সী দীনেশ কার্তিক’কেই তাঁরা বিশ্বকাপ দলে ধোনির সাথে দ্বিতীয় উইকেট কিপারের জায়গায় নির্বাচিত করেন।

‘দ্বিতীয় উইকেট কিপার তখনই খেলার সুযোগ পাবে যদি মাহি (মহেন্দ্র সিং ধোনি) আহত হন। আমরা কার্তিককে নিয়েই এগোলাম কারণ বড় ম্যাচে খেলার তাঁর অভিজ্ঞতা আছে’, দল ঘোষণার সময় এমনটাই জানালেন প্রসাদ।


বিরাট কোহলির নেতৃত্বে দলে রাখা হয়েছে পাঁচটি বিশেষজ্ঞ ব্যাটসম্যান, দুটি উইকেট কিপার, তিনটি ফাস্ট বোলার, তিনটি অল-রাউন্ডার এবং দুটি বিশেষজ্ঞ স্পিনার।

তামিল নাড়ুর বিজয় শঙ্কর কে তাঁর অল-রাউন্ড দক্ষতার জন্য দলে রাখা হয়েছে।

আইসিসি বিশ্বকাপের দল : বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শার্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, বিজয় শঙ্কর, কুলদীপ যাদব, যজুভেন্দ্র চাহাল, মহম্মদ সামি, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, দীনেশ কার্তিক, রবীন্দ্র জাদেজা।

পড়ুন । বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেল কার্তিক, বাদ পন্থ