ভারতের প্রজ্ঞানন্দ চমক দিয়ে কার্লসেনকে হারালেন

বেঙ্গালুরু— ভারতের তরুণ প্রতিভা দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের দু্যতি বিশ্ব দাবায় ক্রমেই আরও বড় করে দেখা দিচ্ছে৷ এবার দাবার অন্যতম কঠিন ফর্ম্যাট ক্লাসিক্যাল দাবায় কিংবদন্তী দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিলেন প্রজ্ঞানন্দ৷ এই প্রথমবার ক্লাসিক্যাল দাবায় কার্লসেনের মতো সেরা দাবাড়ুকে হারিয়ে জয় তুলে নিলেন প্রজ্ঞানন্দ৷ নরওয়েতে এই দাবা প্রতিযোগিতায় ভারতের বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ তৃতীয় রাউন্ডের শেষে শীর্ষস্থানে পৌঁছে যান৷ তিনি কার্লসেনকে হারিয়ে মোট ৫.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন৷ প্রজ্ঞানন্দের জয়ের ফলে কার্লসেন বেশ কিছুটা নেমে গেছেন৷ তাঁর স্থান হয়েছে পঞ্চম৷ অবশ্য এর আগে র্যাপিড ও এক্সিবিশন রাউন্ডে কার্লসেনকে একাধিকবার হারিয়ে দিয়েছেন প্রজানন্দ৷

কিন্ত্ত ক্লাসিক্যাল দাবায় প্রজ্ঞানন্দের এই জয় অবশ্যই গর্ব করারম মতো৷ এই দাবা প্রতিযোগিতা বেশ কঠিন৷ তাই প্রতিটি চালের দিকে সবসময় মনোসংয়োগ করতে হয়৷ তার জন্য প্রতিটি চালের আগে প্রতিযোগীদের চিন্তা করার জন্য বেশ কিছুটা সময় দেওয়া হয়৷ অর্থাৎ একটা চালের জন্য কোনও কোনও প্রতিযোগী এক ঘণ্টাও সময় নিয়ে নেন৷ স্বাভাবিকভাবে অভিজ্ঞ দাবাড়ুরা এক্ষেত্রে সুবিধা আদায় করে নিতে পারেন৷ কিন্ত্ত তরুণ দাবাড়ু প্রজ্ঞানন্দ যেভাবে কার্লসেনকে হারিয়ে একেবারে বিশ্ব দাবায় উপরের সারিতে উঠে এলেন, তাতে স্পষ্ট করে বলতে পারা যায়, সত্যিই তিনি প্রতিভাবান খেলোয়াড়৷

এখানে উল্লেখ করা যেতে পারে, প্রজ্ঞানন্দ ছাড়াও নরওয়ে চেস্ট টুর্নামেন্টে ভারত থেকে তাঁর বোন বৈশালী ও কোনেরু হাম্পি অংশগ্রহণ করছেন৷ এই প্রতিযোগিতায় মহিলাদের বিভাগে শীর্ষস্থানে রয়েছেন প্রজ্ঞানন্দের বোন বৈশালীও৷ তাঁর সংগ্রহে রয়েছে ৫.৫ পয়েন্ট৷