• facebook
  • twitter
Saturday, 5 April, 2025

এশিয়ান কুস্তিতে ভারতের দাপট

ডব্লুএফআইএ-র প্রধান সঞ্জয় সিংয় জানিয়েছেন, ভারতের এই পারফরম্যান্সের মধ্য দিয়ে প্রমাণ করা যায়, কুস্তিগিররা আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছতে পারবেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

জর্ডনের আম্মানে ২০২৫ সালের এশিয়ান কুস্তি চ্যাম্পিয়ন্সশিপে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতের কুস্তিগিররা। ইতিমধ্যেই ভারতীয় দল ১০টি পদক জয় করে নিয়েছে। তার মধ্যে রয়েছে একটি সোনা, তিনটি রুপো ও ছ’টি ব্রোঞ্জ পদক।

ডব্লুএফআইএ-র প্রধান সঞ্জয় সিংয় জানিয়েছেন, ভারতের এই পারফরম্যান্সের মধ্য দিয়ে প্রমাণ করা যায়, কুস্তিগিররা আগামী দিনে আরও বড় জায়গায় পৌঁছতে পারবেন। আগামী ৭ এপ্রিল থেকে জাতীয় শিবির পরিচালিত হবে। দেশে চারজন শীর্ষ কুস্তিগির এখানে অংশ নেবেন। পুরুষদের শিবির হবে পুনেতে আর মহিলাদের অনুশীলন শুরু হবে গান্ধিনগরে। এই জাতীয় শিবির বিশ্ব চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চলবে। এই প্রতিযোগিতার আসর শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর থেকে। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ক্রোয়েশিয়ায় এই প্রতিযোগিতা হবে।

এবারের এশিয়ান কুস্তিতে ভারতের মেয়েরা ১০টি পদকের মধ্যে পাঁচটি পদক জিতেছে। তার মধ্যে রয়েছে একটি সোনা, একটি রুপো ও তিনটি ব্রোঞ্জ। তিনবারের এশিয়ান পদকজয়ী মনীষা ভানওয়ালা চারবছরে প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসেবে এশিয়ান খেতাব জিতলেন। ৬২ কেজি বিভাগে সোনা জিতেছেন তিনি। অন্যদিকে প্যারিস অলিম্পিয়ান রিতিকা হুডা অল্পের জন্য সোনা হাতছাড়া হল। শেষ পর্যন্ত রুপোর পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হল। ৫৩ কেজি বিভাগে অন্তিম পঙ্গল, ৫৯ কেজি বিভাগে মুস্কান এবং ৬৮ কেজি বিভাগে মানসী লাথের ব্রোঞ্জ পদক পেয়েছেন।

ফ্রি-স্টাইল কুস্তিতে ৫১ কেজি বিভাগে উদিত ও ৯২ কেজি বিভাগে দীপক পুনিয়া দু’টি রুপোর পদক পান। ১২৫ কেজি বিভাগে দীনেশ ব্রোঞ্জ পদক পেয়েছেন। গ্রিকো-রোমান ৮৭ কেজি বিভাগে সুনীলকুমার ও ৯৭ কেজি বিভাগে নীতেশ ব্রোঞ্জ পদক পান।